নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার বেলা এগারোটার দিকে আইভীর ব্যক্তিগত সহকারি আবুল হোসেন এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জারমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ পর্যন্ত মেয়র পদে ৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আইভী ছাড়াও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল এবং বৃহস্পতিবার বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস সোহেল মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সাধারণ কাউন্সিলর ৯৬ ও সংরক্ষিত নারী আসনে ১৮ গত তিনদিনে এ পর্যন্ত মোট ১১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যাংক বন্ধ থাকায় জামানত প্রদান করতে না পারার কারণে জেলা নির্বাচন অফিসে প্রার্থীর সংখ্যা খুব কম ছিল।