ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্মৃতির পাতায় জাতির জনক

প্রতিবছর যখন সতেরোই মার্চ আমাদের জাতীয় জীবনে ফিরে আসে তখন জাতির জনক বঙ্গবন্ধুর কথা বেশি করে মনে পড়ে। ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মেছিলেন এই বাংলার মাটিতে। এই দিনটি যদি বাঙালি জাতির জীবনে না আসত তাহলে আজো আমরা পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম। ছাত্রজীবন থেকেই তিনি সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন। আমৃত্যু দেশ ও জাতির জন্য, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। আমি বঙ্গবন্ধুর স্নেহধন্য। বঙ্গবন্ধুর কাছে থাকার দুর্লভ সৌভাগ্যের অধিকারী। কাছে থেকে দেখেছি কত বড় মন এই মহান নেতার। কীভাবে তিনি বাংলার মানুষকে হূদয় দিয়ে ভালোবাসতেন। বাংলার গরিব-দুঃখী মেহনতী মানুষ ছিল বঙ্গবন্ধুর প্রাণ, যাদের কল্যাণে তিনি সারাটি জীবন উত্সর্গ করেছেন। আমরা যারা রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি—তাদের উচিত বঙ্গবন্ধুর চাল-চলন, আচার-আচরণ, সহকর্মীদের প্রতি যে স্নেহ-ভালোবাসা তা অনুসরণ করা।

 

বঙ্গবন্ধুর একান্ত সান্নিধ্যে থেকে দেখেছি তাঁর কৃতজ্ঞতাবোধ, বিনয়, মানুষের প্রতি প্রগাঢ় ভালোবাসা। আকাশের মতো উদার হূদয় ও জ্যোতির্ময় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। স্বদেশে কিংবা বিদেশে সমসাময়িক নেতা বা রাষ্ট্রনায়কদের তেজোময় ব্যক্তিত্বের ছটায় সম্মোহিত করার, উদ্দীপ্ত করার এক আশ্চর্য ক্ষমতা ছিল বঙ্গবন্ধুর। বীরত্ব, সাহস ও তেজস্বীতার স্বকীয় বৈশিষ্ট্যে তিনি ছিলেন ভাস্বর। তাঁর কাছে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ছিল ন্যায়সঙ্গত। বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে তাঁর একটা তহবিল থাকত আমার কাছে। এই তহবিল থেকে বঙ্গবন্ধু বিভিন্ন জনকে সাহায্য-সহায়তা করতেন। এর মধ্যে দলীয় নেতা-কর্মী ছাড়াও বিরোধী দলের প্রতিপক্ষীয় লোকজনও ছিলেন। কিন্তু শর্ত ছিল যাদের অর্থ সাহায্য দেওয়া হচ্ছে তাঁদের নাম-ঠিকানা গোপন রাখতে হবে, প্রকাশ করা যাবে না। বঙ্গবন্ধু কখনোই মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতেন না। তাঁর রাজনৈতিক বক্তব্য ছিল মার্জিত। কখনোই রাজনৈতিক বক্তব্যে ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দিতেন না। এক মুহূর্তে মানুষকে আপন করে নেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা ছিল তাঁর। নীতির প্রশ্নে ছিলেন অটল।

 

মনে পড়ে একাত্তরের রক্তঝরা মার্চের ১৭ তারিখের কথা। সেদিন ছিল বঙ্গবন্ধুর ৫২তম জন্মদিন। ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা শেষে দুপুরে ধানমণ্ডির বাসভবনে বিদেশি সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনাকালে একজন সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্ন করেন, ‘৫২তম জন্মদিনে আপনার সবচাইতে বড় ও পবিত্র কামনা কী?’ উত্তরে বাঙালির অবিসংবাদিত নেতা স্বভাবসিদ্ধ কণ্ঠে বলেছিলেন, ‘জনগণের সার্বিক মুক্তি।’ এরপর সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনকালে তিনি ব্যথাভারাতুর কণ্ঠে বলেছিলেন, ‘আমি জন্মদিন পালন করি না—আমার জন্মদিনে মোমের বাতি জ্বালি না, কেকও কাটি না। এদেশের মানুষের নিরাপত্তা নাই। আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন। অন্যের খেয়ালে যেকোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে। আমি জনগণেরই একজন, আমার জন্মদিনই কী, আর মৃত্যুদিনই কী? আমি তো আমার জীবন বাংলার মানুষের জন্য উত্সর্গ করেছি।’

 

অতুলনীয় সংগঠক ছিলেন বঙ্গবন্ধু। দলীয় নেতা-কর্মীদের প্রত্যেককে দেখতেন নিজ পরিবারের সদস্যের মতো। প্রতিটি নেতা-কর্মীর বিপদ-আপদে তিনি তাদের পাশে দাঁড়াতেন পরম হিতৈষীর মতো। মমতা মাখানো সাংগঠনিক প্রয়াস নিয়ে কর্মীদের হূদয় জয় করে নেওয়ার ব্যতিক্রমী এক ক্ষমতা ছিল তাঁর। আমার একমাত্র কন্যা মুন্নী যখন দ্বিতীয় শ্রেণিতে পড়ে তখন টিভিতে ওর অনুষ্ঠান দেখে ওকে স্নেহাশিস জানিয়েছিলেন। অপরিসীম ভালোবাসা ছিল শিশুদের প্রতি। ফটোজার্নালিস্টরা বঙ্গবন্ধুর ছবি তুলতে চাইলে কখনো না করতেন না। বঙ্গবন্ধু যখন গণভবনে যেতেন, সামনে পেছনে দুটি গাড়ি থাকত। রাস্তায় ট্রাফিক সিগন্যাল পড়লে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ত। তখন এরকম স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি ছিল না। এক দিনের কথা খুব মনে পড়ে। একবার আমাদের গাড়ি সিগন্যালে দাঁড়ানো, হঠাত্ একটি শিশু, কত বয়স হবে সাত কি আট, গাড়ির কাছে এসে বঙ্গবন্ধুকে উদ্দেশ করে বলছে, ‘আস্লামুআলাইকুম, মুজিব সাহেব!’ তত্ক্ষণাত্ বঙ্গবন্ধু শিশুটির হাত ধরে আদর করলেন, ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি পাশে বসে দেখছি একজন রাষ্ট্রনায়কের, জাতির জনকের শিশুদের প্রতি কী অপার ভালোবাসা, কী অপূর্ব মমত্ববোধ। আর তাই জাতির জনকের জন্মদিন আমরা জাতীয় শিশুদিবস হিসেবে পালন করি।

 

পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১০ জানুয়ারি বাংলাদেশে ফিরে ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হয়ে, ১৪ জানুয়ারি আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় ২৯ বছর বয়সে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ করেন। প্রতিদিন সকালে ৩২ নম্বরে যেতাম বঙ্গবন্ধুর বাসভবনে। একসঙ্গে অফিসে যেতাম। আবার বঙ্গবন্ধুকে ৩২-এ রেখে নিজের বাসায় ফিরে আসতাম। তিনি শুধু বাংলাদেশেরই নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বখ্যাত আন্তর্জাতিক নেতা। বঙ্গবন্ধুর সফরসঙ্গী হিসেবে পৃথিবীর বহু দেশে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। যেখানেই গিয়েছিলেন সেখানেই তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু। স্মৃতির পাতায় ভেসে ওঠে ’৭২-এর ৬ ফেব্রুয়ারি কলকাতা সফরের কথা। বিমানবন্দরে যখন অবতরণ করলেন সে কী অভূতপূর্ব দৃশ্য! ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুর্গাপ্রসাদ ধর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থশঙ্কর রায় বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানালেন। বঙ্গবন্ধুকে বিমানবন্দর থেকে সড়কপথে নেওয়া যায়নি। কারণ বঙ্গবন্ধুকে একনজর দেখার জন্য রাজপথে লক্ষ লক্ষ মানুষ। হেলিকপ্টারে করে রাজভবনে নেওয়া হয়েছিল। বিকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ২০ লক্ষাধিক লোকের মহাসমাবেশে বক্তৃতায় কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে বললেন, ‘আপনারা আমার মানুষকে আশ্রয় দিয়েছেন, খাদ্য দিয়েছেন, কষ্ট করেছেন। আপনাদের কাছে আমি ঋণী। কিন্তু আমার তো দেবার কিছু নাই। আমি তো রিক্ত, নিঃস্ব!’ কবির ভাষায় হূদয়ের গভীর থেকে উচ্চারণ করলেন, ‘রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।’ তারপরে রাজভবনে শ্রীমতি ইন্দিরা গান্ধীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বঙ্গবন্ধু উল্লেখ করেন, ‘আমি ভারতের কাছে ঋণী। মুক্তিযুদ্ধে আমাকে অর্থ, অস্ত্র, আশ্রয়সহ সার্বিক সাহায্য দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি ঋণী। আমি আপনাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাই। আপনি যাবেন বাংলাদেশে ১৭ মার্চ—যেদিন আমার জন্মদিন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি চাই, আপনি বাংলাদেশে যাওয়ার আগে আপনার সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়ে আসবেন।’ শ্রীমতি ইন্দিরা গান্ধী ১৭ মার্চ বাংলাদেশে এসেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জনসমুদ্রে বক্তৃতা করেছেন। তার আগেই ১২ মার্চ বিদায়ী কুচকাওয়াজের মধ্যদিয়ে ভারতীয় সেনাবাহিনী ভারতে ফিরে গিয়েছিল। তারপরে তিনি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ৬ দিনের রাষ্ট্রীয় সফরে ’৭২-এর ১ মার্চ  গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নে। সেদিন সোভিয়েত রাষ্ট্রপতি নিকোলাই পোদর্গনি, কমিউনিস্ট পার্টির সম্পাদক লিওনিদ ইলিচ ব্রেজনেভ, সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিন এবং পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রোমিকো ক্রেমলিনে বঙ্গবন্ধুকে নজিরবিহীন অভ্যর্থনা জানিয়েছিলেন। ’৭৩-এর ২৭ জুলাই মার্শাল টিটোর আমন্ত্রণে গিয়েছিলেন যুগোশ্লাভিয়া। বেলগ্রেড বিমানবন্দরে যখন অবতরণ করেন, তখন যুগোশ্লাভিয়ার প্রধানমন্ত্রী জামাল বিয়েদিস বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালেন। দ্বিপাক্ষিক বৈঠক শেষে নিয়ে গেলেন বিরোনী। বিরোনী একটি দ্বীপ, যেখানে মার্শাল টিটো অবস্থান করতেন। সেই দ্বীপে বঙ্গবন্ধুর বিমান যখন অবতরণ করল তখন মার্শাল টিটো বিমানবন্দরে এসে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা করে অতিথি ভবনে নিয়ে গেলেন। একজন প্রধানমন্ত্রীর জন্য একটি দেশের রাষ্ট্রপতির অভ্যর্থনা জ্ঞাপন পৃথিবীর ইতিহাসে বিরল। জুলাই ৩১ তারিখে আমাদের গন্তব্য ছিল কানাডার রাজধানী অটোয়ায় কমনওয়েলথ সম্মেলন। বাংলাদেশ তখন কমনওয়েলথের নবীনতম সদস্য। সেখানে কানাডার প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো বিমানবন্দরে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান। বিশ্বের অনেক বরেণ্য নেতা কমনওয়েলথ সম্মেলনে যোগদান করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিস্টার হুইটলাম, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডোয়ার্ড হিথ, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী, কেনিয়ার রাষ্ট্রনায়ক জুমো কেনিয়াত্তা, উগান্ডার ইদি আমিন, জাম্বিয়ার প্রধানমন্ত্রী কেনেথ কাউন্ডা, নাইজেরিয়ার প্রেসিডেন্ট ইয়াকুবুগোয়েন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টুংকু আবদুর রাজ্জাক, সিঙ্গাপুরের লি কোয়ানসহ বিশ্ব নেতৃবৃন্দ সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। আজো বঙ্গবন্ধুর সেই ভাষণের কথা আমার মনে পড়ে। তিনি বক্তৃতার এক পর্যায়ে বলেছিলেন, ‘হোয়েন এলিফ্যান্ট প্লেইস ইট ইজ দি গ্রাস হু সাফারস’—বঙ্গবন্ধুর এই বক্তব্য সম্মেলনে আলোড়ন তুলেছিল। অর্থাত্ বৃহত্শক্তিকে লক্ষ্য করে তিনি এই উক্তি করেছিলেন। জোটনিরপেক্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে ’৭৩-এর ৬ সেপ্টেম্বর ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বঙ্গবন্ধু আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছান। ৯ সেপ্টেম্বর বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত শোষক আর শোষিত; আমি শোষিতের পক্ষে।’ একই বছর অক্টোবরের ১৭ তারিখ ৭ দিনের রাষ্ট্রীয় সফরে বঙ্গবন্ধু জাপান গমন করেন। সেখানেও এক অভূতপূর্ব দৃশ্য। জাপানের প্রধানমন্ত্রী কাকুই তানাকা বঙ্গবন্ধুকে বিমানবন্দরে অভ্যর্থনা জ্ঞাপন করেন। বঙ্গবন্ধুকে যখন বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয় তখন রাস্তার দুপাশে লোকজন দাঁড়িয়েছিল তাঁকে একনজর দেখার জন্য। অর্থাত্ বিশ্বের মানুষের চোখে বঙ্গবন্ধু এক মহান নেতা ছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশকে জাতিসংঘের ১৩৬-তম সদস্য রাষ্ট্ররূপে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। জাতিসংঘে বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রনায়ক যিনি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করেন। বঙ্গবন্ধু বক্তৃতায় বলেছিলেন, ‘শান্তি ও ন্যায়ের জন্য পৃথিবীর সকল মানুষের আশা-আকাঙ্ক্ষা বিমূর্ত হয়ে উঠবে এমন এক নয়া বিশ্বব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ আজ পূর্ণ অঙ্গীকারবদ্ধ।’ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অক্টোবরের ৩ তারিখে বঙ্গবন্ধু ইরাক সফরে যান। ইরাকের প্রেসিডেন্ট হাসান-আল-বাকার এবং ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বঙ্গবন্ধুকে সম্মানিত করেন। সারাক্ষণ সাদ্দাম হোসেন বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন। ’৭৪-এর ২২ ফেব্রুয়ারি আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারে বুমেদিনের বিশেষ বিমান নিয়ে পাঁচজন পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন বঙ্গবন্ধুকে ওআইসি সম্মেলনে নেওয়ার জন্য। ২৩ ফেব্রুয়ারি যখন আমরা ওআইসি সম্মেলনে যোগদান করি সেখানেও বঙ্গবন্ধু ছিলেন সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু। জোটনিরপেক্ষ সম্মেলনে কিউবার রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ত্রো বঙ্গবন্ধুকে আলিঙ্গন করে বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি।’ সৌদি আরবের বাদশাহর সঙ্গে সাক্ষাতের সময় বলেছিলেন, ‘আমি আপনার কাছে স্বীকৃতি চাইতে আসিনি। আমি এসেছি আপনাকে সম্মান জানাতে। স্বীকৃতি না দিয়েও আপনি আমার বাংলাদেশের মানুষকে হজ পালনের সুযোগ দিয়েছেন। এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।’

 

আজ এই মহান নেতার জন্মদিনে শ্রদ্ধাবনত চিত্তে তাঁকে স্মরণ করি। আজ তিনি আমাদের মাঝে নেই। তাঁর স্বপ্ন ছিল বাংলাদেশকে স্বাধীন করা এবং স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করা। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেন নাই। সেই দায়িত্বটা নিয়েছেন তার সুযোগ্য কন্যা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এগিয়ে চলছে অর্থনৈতিক মুক্তির পথে। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

 

 লেখক : আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

স্মৃতির পাতায় জাতির জনক

আপডেট টাইম : ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭
প্রতিবছর যখন সতেরোই মার্চ আমাদের জাতীয় জীবনে ফিরে আসে তখন জাতির জনক বঙ্গবন্ধুর কথা বেশি করে মনে পড়ে। ১৯২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু জন্মেছিলেন এই বাংলার মাটিতে। এই দিনটি যদি বাঙালি জাতির জীবনে না আসত তাহলে আজো আমরা পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম। ছাত্রজীবন থেকেই তিনি সংগ্রামের পথ বেছে নিয়েছিলেন। ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন। আমৃত্যু দেশ ও জাতির জন্য, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। আমি বঙ্গবন্ধুর স্নেহধন্য। বঙ্গবন্ধুর কাছে থাকার দুর্লভ সৌভাগ্যের অধিকারী। কাছে থেকে দেখেছি কত বড় মন এই মহান নেতার। কীভাবে তিনি বাংলার মানুষকে হূদয় দিয়ে ভালোবাসতেন। বাংলার গরিব-দুঃখী মেহনতী মানুষ ছিল বঙ্গবন্ধুর প্রাণ, যাদের কল্যাণে তিনি সারাটি জীবন উত্সর্গ করেছেন। আমরা যারা রাজনীতি করি, বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি—তাদের উচিত বঙ্গবন্ধুর চাল-চলন, আচার-আচরণ, সহকর্মীদের প্রতি যে স্নেহ-ভালোবাসা তা অনুসরণ করা।

 

বঙ্গবন্ধুর একান্ত সান্নিধ্যে থেকে দেখেছি তাঁর কৃতজ্ঞতাবোধ, বিনয়, মানুষের প্রতি প্রগাঢ় ভালোবাসা। আকাশের মতো উদার হূদয় ও জ্যোতির্ময় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তিনি। স্বদেশে কিংবা বিদেশে সমসাময়িক নেতা বা রাষ্ট্রনায়কদের তেজোময় ব্যক্তিত্বের ছটায় সম্মোহিত করার, উদ্দীপ্ত করার এক আশ্চর্য ক্ষমতা ছিল বঙ্গবন্ধুর। বীরত্ব, সাহস ও তেজস্বীতার স্বকীয় বৈশিষ্ট্যে তিনি ছিলেন ভাস্বর। তাঁর কাছে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ছিল ন্যায়সঙ্গত। বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে তাঁর একটা তহবিল থাকত আমার কাছে। এই তহবিল থেকে বঙ্গবন্ধু বিভিন্ন জনকে সাহায্য-সহায়তা করতেন। এর মধ্যে দলীয় নেতা-কর্মী ছাড়াও বিরোধী দলের প্রতিপক্ষীয় লোকজনও ছিলেন। কিন্তু শর্ত ছিল যাদের অর্থ সাহায্য দেওয়া হচ্ছে তাঁদের নাম-ঠিকানা গোপন রাখতে হবে, প্রকাশ করা যাবে না। বঙ্গবন্ধু কখনোই মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতেন না। তাঁর রাজনৈতিক বক্তব্য ছিল মার্জিত। কখনোই রাজনৈতিক বক্তব্যে ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দিতেন না। এক মুহূর্তে মানুষকে আপন করে নেওয়ার অবিশ্বাস্য ক্ষমতা ছিল তাঁর। নীতির প্রশ্নে ছিলেন অটল।

 

মনে পড়ে একাত্তরের রক্তঝরা মার্চের ১৭ তারিখের কথা। সেদিন ছিল বঙ্গবন্ধুর ৫২তম জন্মদিন। ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা শেষে দুপুরে ধানমণ্ডির বাসভবনে বিদেশি সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনাকালে একজন সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্ন করেন, ‘৫২তম জন্মদিনে আপনার সবচাইতে বড় ও পবিত্র কামনা কী?’ উত্তরে বাঙালির অবিসংবাদিত নেতা স্বভাবসিদ্ধ কণ্ঠে বলেছিলেন, ‘জনগণের সার্বিক মুক্তি।’ এরপর সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপনকালে তিনি ব্যথাভারাতুর কণ্ঠে বলেছিলেন, ‘আমি জন্মদিন পালন করি না—আমার জন্মদিনে মোমের বাতি জ্বালি না, কেকও কাটি না। এদেশের মানুষের নিরাপত্তা নাই। আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন। অন্যের খেয়ালে যেকোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে। আমি জনগণেরই একজন, আমার জন্মদিনই কী, আর মৃত্যুদিনই কী? আমি তো আমার জীবন বাংলার মানুষের জন্য উত্সর্গ করেছি।’

 

অতুলনীয় সংগঠক ছিলেন বঙ্গবন্ধু। দলীয় নেতা-কর্মীদের প্রত্যেককে দেখতেন নিজ পরিবারের সদস্যের মতো। প্রতিটি নেতা-কর্মীর বিপদ-আপদে তিনি তাদের পাশে দাঁড়াতেন পরম হিতৈষীর মতো। মমতা মাখানো সাংগঠনিক প্রয়াস নিয়ে কর্মীদের হূদয় জয় করে নেওয়ার ব্যতিক্রমী এক ক্ষমতা ছিল তাঁর। আমার একমাত্র কন্যা মুন্নী যখন দ্বিতীয় শ্রেণিতে পড়ে তখন টিভিতে ওর অনুষ্ঠান দেখে ওকে স্নেহাশিস জানিয়েছিলেন। অপরিসীম ভালোবাসা ছিল শিশুদের প্রতি। ফটোজার্নালিস্টরা বঙ্গবন্ধুর ছবি তুলতে চাইলে কখনো না করতেন না। বঙ্গবন্ধু যখন গণভবনে যেতেন, সামনে পেছনে দুটি গাড়ি থাকত। রাস্তায় ট্রাফিক সিগন্যাল পড়লে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ত। তখন এরকম স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি ছিল না। এক দিনের কথা খুব মনে পড়ে। একবার আমাদের গাড়ি সিগন্যালে দাঁড়ানো, হঠাত্ একটি শিশু, কত বয়স হবে সাত কি আট, গাড়ির কাছে এসে বঙ্গবন্ধুকে উদ্দেশ করে বলছে, ‘আস্লামুআলাইকুম, মুজিব সাহেব!’ তত্ক্ষণাত্ বঙ্গবন্ধু শিশুটির হাত ধরে আদর করলেন, ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। আমি পাশে বসে দেখছি একজন রাষ্ট্রনায়কের, জাতির জনকের শিশুদের প্রতি কী অপার ভালোবাসা, কী অপূর্ব মমত্ববোধ। আর তাই জাতির জনকের জন্মদিন আমরা জাতীয় শিশুদিবস হিসেবে পালন করি।

 

পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১০ জানুয়ারি বাংলাদেশে ফিরে ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হয়ে, ১৪ জানুয়ারি আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় ২৯ বছর বয়সে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ করেন। প্রতিদিন সকালে ৩২ নম্বরে যেতাম বঙ্গবন্ধুর বাসভবনে। একসঙ্গে অফিসে যেতাম। আবার বঙ্গবন্ধুকে ৩২-এ রেখে নিজের বাসায় ফিরে আসতাম। তিনি শুধু বাংলাদেশেরই নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বখ্যাত আন্তর্জাতিক নেতা। বঙ্গবন্ধুর সফরসঙ্গী হিসেবে পৃথিবীর বহু দেশে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। যেখানেই গিয়েছিলেন সেখানেই তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু। স্মৃতির পাতায় ভেসে ওঠে ’৭২-এর ৬ ফেব্রুয়ারি কলকাতা সফরের কথা। বিমানবন্দরে যখন অবতরণ করলেন সে কী অভূতপূর্ব দৃশ্য! ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুর্গাপ্রসাদ ধর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থশঙ্কর রায় বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানালেন। বঙ্গবন্ধুকে বিমানবন্দর থেকে সড়কপথে নেওয়া যায়নি। কারণ বঙ্গবন্ধুকে একনজর দেখার জন্য রাজপথে লক্ষ লক্ষ মানুষ। হেলিকপ্টারে করে রাজভবনে নেওয়া হয়েছিল। বিকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ২০ লক্ষাধিক লোকের মহাসমাবেশে বক্তৃতায় কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়ে বললেন, ‘আপনারা আমার মানুষকে আশ্রয় দিয়েছেন, খাদ্য দিয়েছেন, কষ্ট করেছেন। আপনাদের কাছে আমি ঋণী। কিন্তু আমার তো দেবার কিছু নাই। আমি তো রিক্ত, নিঃস্ব!’ কবির ভাষায় হূদয়ের গভীর থেকে উচ্চারণ করলেন, ‘রিক্ত আমি নিঃস্ব আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই।’ তারপরে রাজভবনে শ্রীমতি ইন্দিরা গান্ধীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বঙ্গবন্ধু উল্লেখ করেন, ‘আমি ভারতের কাছে ঋণী। মুক্তিযুদ্ধে আমাকে অর্থ, অস্ত্র, আশ্রয়সহ সার্বিক সাহায্য দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি ঋণী। আমি আপনাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাই। আপনি যাবেন বাংলাদেশে ১৭ মার্চ—যেদিন আমার জন্মদিন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি চাই, আপনি বাংলাদেশে যাওয়ার আগে আপনার সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়ে আসবেন।’ শ্রীমতি ইন্দিরা গান্ধী ১৭ মার্চ বাংলাদেশে এসেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জনসমুদ্রে বক্তৃতা করেছেন। তার আগেই ১২ মার্চ বিদায়ী কুচকাওয়াজের মধ্যদিয়ে ভারতীয় সেনাবাহিনী ভারতে ফিরে গিয়েছিল। তারপরে তিনি কৃতজ্ঞতা প্রকাশের জন্য ৬ দিনের রাষ্ট্রীয় সফরে ’৭২-এর ১ মার্চ  গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নে। সেদিন সোভিয়েত রাষ্ট্রপতি নিকোলাই পোদর্গনি, কমিউনিস্ট পার্টির সম্পাদক লিওনিদ ইলিচ ব্রেজনেভ, সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিন এবং পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রোমিকো ক্রেমলিনে বঙ্গবন্ধুকে নজিরবিহীন অভ্যর্থনা জানিয়েছিলেন। ’৭৩-এর ২৭ জুলাই মার্শাল টিটোর আমন্ত্রণে গিয়েছিলেন যুগোশ্লাভিয়া। বেলগ্রেড বিমানবন্দরে যখন অবতরণ করেন, তখন যুগোশ্লাভিয়ার প্রধানমন্ত্রী জামাল বিয়েদিস বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানালেন। দ্বিপাক্ষিক বৈঠক শেষে নিয়ে গেলেন বিরোনী। বিরোনী একটি দ্বীপ, যেখানে মার্শাল টিটো অবস্থান করতেন। সেই দ্বীপে বঙ্গবন্ধুর বিমান যখন অবতরণ করল তখন মার্শাল টিটো বিমানবন্দরে এসে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা করে অতিথি ভবনে নিয়ে গেলেন। একজন প্রধানমন্ত্রীর জন্য একটি দেশের রাষ্ট্রপতির অভ্যর্থনা জ্ঞাপন পৃথিবীর ইতিহাসে বিরল। জুলাই ৩১ তারিখে আমাদের গন্তব্য ছিল কানাডার রাজধানী অটোয়ায় কমনওয়েলথ সম্মেলন। বাংলাদেশ তখন কমনওয়েলথের নবীনতম সদস্য। সেখানে কানাডার প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডো বিমানবন্দরে বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানান। বিশ্বের অনেক বরেণ্য নেতা কমনওয়েলথ সম্মেলনে যোগদান করেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মিস্টার হুইটলাম, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এডোয়ার্ড হিথ, ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী, কেনিয়ার রাষ্ট্রনায়ক জুমো কেনিয়াত্তা, উগান্ডার ইদি আমিন, জাম্বিয়ার প্রধানমন্ত্রী কেনেথ কাউন্ডা, নাইজেরিয়ার প্রেসিডেন্ট ইয়াকুবুগোয়েন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টুংকু আবদুর রাজ্জাক, সিঙ্গাপুরের লি কোয়ানসহ বিশ্ব নেতৃবৃন্দ সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। আজো বঙ্গবন্ধুর সেই ভাষণের কথা আমার মনে পড়ে। তিনি বক্তৃতার এক পর্যায়ে বলেছিলেন, ‘হোয়েন এলিফ্যান্ট প্লেইস ইট ইজ দি গ্রাস হু সাফারস’—বঙ্গবন্ধুর এই বক্তব্য সম্মেলনে আলোড়ন তুলেছিল। অর্থাত্ বৃহত্শক্তিকে লক্ষ্য করে তিনি এই উক্তি করেছিলেন। জোটনিরপেক্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশে ’৭৩-এর ৬ সেপ্টেম্বর ৪ দিনের রাষ্ট্রীয় সফরে বঙ্গবন্ধু আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছান। ৯ সেপ্টেম্বর বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত শোষক আর শোষিত; আমি শোষিতের পক্ষে।’ একই বছর অক্টোবরের ১৭ তারিখ ৭ দিনের রাষ্ট্রীয় সফরে বঙ্গবন্ধু জাপান গমন করেন। সেখানেও এক অভূতপূর্ব দৃশ্য। জাপানের প্রধানমন্ত্রী কাকুই তানাকা বঙ্গবন্ধুকে বিমানবন্দরে অভ্যর্থনা জ্ঞাপন করেন। বঙ্গবন্ধুকে যখন বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয় তখন রাস্তার দুপাশে লোকজন দাঁড়িয়েছিল তাঁকে একনজর দেখার জন্য। অর্থাত্ বিশ্বের মানুষের চোখে বঙ্গবন্ধু এক মহান নেতা ছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশকে জাতিসংঘের ১৩৬-তম সদস্য রাষ্ট্ররূপে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। জাতিসংঘে বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রনায়ক যিনি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করেন। বঙ্গবন্ধু বক্তৃতায় বলেছিলেন, ‘শান্তি ও ন্যায়ের জন্য পৃথিবীর সকল মানুষের আশা-আকাঙ্ক্ষা বিমূর্ত হয়ে উঠবে এমন এক নয়া বিশ্বব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ আজ পূর্ণ অঙ্গীকারবদ্ধ।’ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অক্টোবরের ৩ তারিখে বঙ্গবন্ধু ইরাক সফরে যান। ইরাকের প্রেসিডেন্ট হাসান-আল-বাকার এবং ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বঙ্গবন্ধুকে সম্মানিত করেন। সারাক্ষণ সাদ্দাম হোসেন বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন। ’৭৪-এর ২২ ফেব্রুয়ারি আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারে বুমেদিনের বিশেষ বিমান নিয়ে পাঁচজন পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন বঙ্গবন্ধুকে ওআইসি সম্মেলনে নেওয়ার জন্য। ২৩ ফেব্রুয়ারি যখন আমরা ওআইসি সম্মেলনে যোগদান করি সেখানেও বঙ্গবন্ধু ছিলেন সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু। জোটনিরপেক্ষ সম্মেলনে কিউবার রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ত্রো বঙ্গবন্ধুকে আলিঙ্গন করে বলেছিলেন, ‘আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি।’ সৌদি আরবের বাদশাহর সঙ্গে সাক্ষাতের সময় বলেছিলেন, ‘আমি আপনার কাছে স্বীকৃতি চাইতে আসিনি। আমি এসেছি আপনাকে সম্মান জানাতে। স্বীকৃতি না দিয়েও আপনি আমার বাংলাদেশের মানুষকে হজ পালনের সুযোগ দিয়েছেন। এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ।’

 

আজ এই মহান নেতার জন্মদিনে শ্রদ্ধাবনত চিত্তে তাঁকে স্মরণ করি। আজ তিনি আমাদের মাঝে নেই। তাঁর স্বপ্ন ছিল বাংলাদেশকে স্বাধীন করা এবং স্বাধীন বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করা। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেন নাই। সেই দায়িত্বটা নিয়েছেন তার সুযোগ্য কন্যা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এগিয়ে চলছে অর্থনৈতিক মুক্তির পথে। সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

 

 লেখক : আওয়ামী লীগ নেতা, সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার