ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ণিমার জন্মদিনে যে তথ্য প্রকাশ করলেন ফেরদৌস

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ। ১৯৮৪ সালের ১১ জুলাই পৃথিবীতে আসেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন পূর্ণিমা।

নায়িকার জীবনের এই বিশেষ তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক মজার তথ্য প্রকাশ করেছেন চিত্রনায়ক ফেরদৌস। কাজের বাইরে দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও রয়েছে তাদের। শুধু তাই নয়, ক্যারিয়ারে পূর্ণিমার সঙ্গেই বেশি কাজ করা হয়েছে তার।

নিজের ফেসবুকে পূর্ণিমার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ফেরদৌস লিখেছেন, আমার মোবাইলে যার সঙ্গে সবচেয়ে বেশি ছবি, যার সঙ্গে সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি ভ্রমণ, সবচেয়ে বেশি কথা বলা, কারণে-অকারণে, আরও কত শত সহস্র স্মৃতি। তুমি শুধু আমার প্রিয় বন্ধু না, তুমি আমার শ্রেষ্ঠ একজন বন্ধু।

কাশফুলের মাঝে ফেরদৌস-পূর্ণিমা

সবশেষ অভিনেতা লেখেন, এমন বন্ধুই থেকো আজীবন। শুভ শুভ শুভ দিন, আজ পূর্ণিমার জন্মদিন।

ফেরদৌসের এই শুভেচ্ছাবার্তা ভক্তরাও বেশ ভালোভাবেই নিয়েছেন। এই দুই তারকাকে আগামীতে একসঙ্গে আরও কিছু কাজ উপহার দেওয়ার আহ্বানও জানিয়েছেন নেটিজেনরা।

উল্লেখ্য, মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হয় রাখেন পূর্ণিমার। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ প্রথম সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর ২০০৩ সালে মুক্তি পাওয়া মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’ সফলতার পর বদলে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় পূর্ণিমার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

পূর্ণিমার জন্মদিনে যে তথ্য প্রকাশ করলেন ফেরদৌস

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন আজ। ১৯৮৪ সালের ১১ জুলাই পৃথিবীতে আসেন দর্শকপ্রিয় এই অভিনেত্রী। জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন পূর্ণিমা।

নায়িকার জীবনের এই বিশেষ তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক মজার তথ্য প্রকাশ করেছেন চিত্রনায়ক ফেরদৌস। কাজের বাইরে দুজনের মধ্যে ভালো বন্ধুত্বও রয়েছে তাদের। শুধু তাই নয়, ক্যারিয়ারে পূর্ণিমার সঙ্গেই বেশি কাজ করা হয়েছে তার।

নিজের ফেসবুকে পূর্ণিমার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ফেরদৌস লিখেছেন, আমার মোবাইলে যার সঙ্গে সবচেয়ে বেশি ছবি, যার সঙ্গে সবচেয়ে বেশি কাজ, সবচেয়ে বেশি ভ্রমণ, সবচেয়ে বেশি কথা বলা, কারণে-অকারণে, আরও কত শত সহস্র স্মৃতি। তুমি শুধু আমার প্রিয় বন্ধু না, তুমি আমার শ্রেষ্ঠ একজন বন্ধু।

কাশফুলের মাঝে ফেরদৌস-পূর্ণিমা

সবশেষ অভিনেতা লেখেন, এমন বন্ধুই থেকো আজীবন। শুভ শুভ শুভ দিন, আজ পূর্ণিমার জন্মদিন।

ফেরদৌসের এই শুভেচ্ছাবার্তা ভক্তরাও বেশ ভালোভাবেই নিয়েছেন। এই দুই তারকাকে আগামীতে একসঙ্গে আরও কিছু কাজ উপহার দেওয়ার আহ্বানও জানিয়েছেন নেটিজেনরা।

উল্লেখ্য, মাত্র ১৩ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক হয় রাখেন পূর্ণিমার। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ প্রথম সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর ২০০৩ সালে মুক্তি পাওয়া মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’ সফলতার পর বদলে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় পূর্ণিমার।