ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বৌভাতের খাওয়াদাওয়ার মধ্যেই এলো বরের মৃত্যুর খবর

বাঙালী বার্তা ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জে বৌভাতের খাওয়াদাওয়ার মধ্যেই এলো বর অর্ক হোসেনের (২৩) মৃত্যুর খবর। শেরওয়ানি নিতে গিয়ে শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাঘাশুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি।

নিহত অর্কের বাবা সাংস্কৃতিক কর্মী ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিম হোসেন অপু। তার বাড়ি কেরানীগঞ্জের রোহিতপুর কাঁচা এলাকায়।

নিহতের ফুফাতো ভাই রাকিব হোসেন জানান, শুক্রবার অর্কের বিয়ে হয়। কনে প্রতিবেশী আরেফিনা। শনিবার ছিল বৌভাতের অনুষ্ঠান। দুপুর ১২টার দিকে অর্ক একাই মোটরসাইকেল নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি দোকানে যান বিয়ের শেরওয়ানি আনতে। শেরওয়ানি নিয়ে মোটরসাইকেল নিয়ে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

দুপুর ২টার দিকে আব্দুল্লাহপুর বাঘাশুর এলাকায় পৌঁছলে একটি মাহেন্দ্র গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। অর্ক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় ও বুকে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানজিব হোসেন জানান, বিয়ে উপলক্ষ্যে বাড়িতে চলছিল বৌভাতের অনুষ্ঠান। প্রতিবেশী ও স্বজনরা বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে খাওয়াদাওয়া শুরু করে। এমন অবস্থায় অর্কের মৃত্যুর খবর আসে। মুহুর্তেই বিয়ে বাড়ি শোকে পরিণত হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বৌভাতের খাওয়াদাওয়ার মধ্যেই এলো বরের মৃত্যুর খবর

আপডেট টাইম : ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

বাঙালী বার্তা ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জে বৌভাতের খাওয়াদাওয়ার মধ্যেই এলো বর অর্ক হোসেনের (২৩) মৃত্যুর খবর। শেরওয়ানি নিতে গিয়ে শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাঘাশুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি।

নিহত অর্কের বাবা সাংস্কৃতিক কর্মী ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিম হোসেন অপু। তার বাড়ি কেরানীগঞ্জের রোহিতপুর কাঁচা এলাকায়।

নিহতের ফুফাতো ভাই রাকিব হোসেন জানান, শুক্রবার অর্কের বিয়ে হয়। কনে প্রতিবেশী আরেফিনা। শনিবার ছিল বৌভাতের অনুষ্ঠান। দুপুর ১২টার দিকে অর্ক একাই মোটরসাইকেল নিয়ে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি দোকানে যান বিয়ের শেরওয়ানি আনতে। শেরওয়ানি নিয়ে মোটরসাইকেল নিয়ে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

দুপুর ২টার দিকে আব্দুল্লাহপুর বাঘাশুর এলাকায় পৌঁছলে একটি মাহেন্দ্র গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। অর্ক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় ও বুকে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানজিব হোসেন জানান, বিয়ে উপলক্ষ্যে বাড়িতে চলছিল বৌভাতের অনুষ্ঠান। প্রতিবেশী ও স্বজনরা বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে খাওয়াদাওয়া শুরু করে। এমন অবস্থায় অর্কের মৃত্যুর খবর আসে। মুহুর্তেই বিয়ে বাড়ি শোকে পরিণত হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।