বাঙালী কণ্ঠ ডেস্কঃ জন্মদিনের নিমন্ত্রণ দিয়ে বনানীর বাসায় নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণের দায় স্বীকার করেছে অভিযুক্ত বাহাউদ্দীন ইভান। শুক্রবার সকালে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মলনে ফোর্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় র্যাব ১ ও ১১ এর যৌথ অভিযানে নারায়নগঞ্জ থেকে ইভানকে গ্রেফতার করা হয়। মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনার কথা স্বীকার করেছে ইভান।
তিনি বলেন, মামলার পর র্যাব ১ ও পুলিশ ওই বাসায় অভিযান চালায়। যখন পুলিশ অভিযান চালিয়েছিল তখন সে বাসার ছাদে আত্মগোপন করে। পরে সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। বাসা থেকে পালিয়ে বুধবার রাত দক্ষিণখানে সে তার আত্বীয়র বাসায় থাকেন পরে সেখান থেকে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জে খালার বাসায় নিজেকে আত্মগোপন করেন। ‘পালানোর জন্য ইভান সিলেট অথবা কুমিল্লায় যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে।