ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাবির অধীনে ভর্তি করা হবে না।

আজ সোমবার দুপুরে ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ঢাবি উপাচার্য বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে আনা হয়েছে। তাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে আর সাত কলেজের ভর্তি নেওয়া হবে না।

তবে যে শিক্ষার্থীরা এখন ঢাবির চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ওই শিক্ষার্থীদের শিক্ষাজীবন কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি দেখবে ঢাবি প্রশাসন।

এর আগে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলে গতকাল রবিবার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। রাত ১০টার দিকে শিক্ষার্থীরা উপ-উপাচার্যের বাসভবন ঘেরাও করতে যান। এতে করে নীলক্ষেত এলাকায় ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে তাদের পালাপাল্টি ধাওয়া ধাওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না ৭ কলেজ

আপডেট টাইম : ০১:১১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজ পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাবির অধীনে ভর্তি করা হবে না।

আজ সোমবার দুপুরে ঢাবি উপাচার্য নিয়াজ আহমদ খানের সঙ্গে তার কার্যালয়ে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ঢাবি উপাচার্য বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে আনা হয়েছে। তাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে আর সাত কলেজের ভর্তি নেওয়া হবে না।

তবে যে শিক্ষার্থীরা এখন ঢাবির চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। ওই শিক্ষার্থীদের শিক্ষাজীবন কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি দেখবে ঢাবি প্রশাসন।

এর আগে ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলে গতকাল রবিবার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। রাত ১০টার দিকে শিক্ষার্থীরা উপ-উপাচার্যের বাসভবন ঘেরাও করতে যান। এতে করে নীলক্ষেত এলাকায় ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে তাদের পালাপাল্টি ধাওয়া ধাওয়া হয়।