ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশনে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত পৌনে ১০ টার দিকে একাতা এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ রেল স্টেশনের সহকারী মাষ্টার জনতা রানী রায় জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আপ একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়ে আবার গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় এক বৃদ্ধ যাত্রী তড়িঘড়ি করে প্লাটফর্ম এলাকায় নামার চেষ্টা করেন। এ সময় ওই যাত্রী ট্রেনের নিচে পড়ে যান। এতে তার দুই পা কাটা পড়ে। পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ওই বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।