ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, বিপজ্জনক পর্যায়ে দিল্লি

বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। তবে এবার শীর্ষস্থানে নয় ঢাকার অবস্থান পাঁচ নম্বরে। আর তালিকার শীর্ষে উঠেছে ভারতের রাজধানী শহর দিল্লির নাম।

আজ বুধবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচকে এ তথ্য জানানো হয়েছে। দূষণের তালিকায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় পাকিস্তান, ভিয়েতনাম ও কাতারের দোহা রয়েছে।

সূচকে বলা হয়েছে, একিউআই স্কোর ১৬৩ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। যা আজকের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে শীর্ষে অবস্থান ভারতের দিল্লির স্কোর৮৭৫ অর্থাৎ শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যার স্কোর ৪৯৯। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। যার দূষণ স্কোর ২০৪ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এরপর চতুর্থ অবস্থানে রয়েছে কাতারের দোহা এবং পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দোহার বায়ু দূষণের মানের স্কোর ১৬৩ এবং ঢাকার ১৬৩ অর্থাৎ এ দুটি শহরের দূষণ মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, বিপজ্জনক পর্যায়ে দিল্লি

আপডেট টাইম : ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। তবে এবার শীর্ষস্থানে নয় ঢাকার অবস্থান পাঁচ নম্বরে। আর তালিকার শীর্ষে উঠেছে ভারতের রাজধানী শহর দিল্লির নাম।

আজ বুধবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সূচকে এ তথ্য জানানো হয়েছে। দূষণের তালিকায় শীর্ষ পাঁচ দেশের তালিকায় পাকিস্তান, ভিয়েতনাম ও কাতারের দোহা রয়েছে।

সূচকে বলা হয়েছে, একিউআই স্কোর ১৬৩ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। যা আজকের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে শীর্ষে অবস্থান ভারতের দিল্লির স্কোর৮৭৫ অর্থাৎ শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যার স্কোর ৪৯৯। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। যার দূষণ স্কোর ২০৪ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এরপর চতুর্থ অবস্থানে রয়েছে কাতারের দোহা এবং পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দোহার বায়ু দূষণের মানের স্কোর ১৬৩ এবং ঢাকার ১৬৩ অর্থাৎ এ দুটি শহরের দূষণ মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।