ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ফ্যাসিস্ট হাসিনার দোসর শামীম ওসমানের দাঁড়ি-গোফ যুক্ত ছবি ভাইরাল, যা বলছে ফ্যাক্টচেক ঢাকায় যানজট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা চার-ছক্কা হাঁকানো ভুলে যাননি সাব্বির হজযাত্রীর সর্বনিম্ন কোটা নির্ধারণে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা নেই : ধর্ম উপদেষ্টা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা না চেয়ে জামায়াত উল্টো জাস্টিফাই করছে: মেজর হাফিজ ‘আল্লাহকে ধন্যবাদ’ পিএইচডি করে ১৯ সন্তানের মা আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব নিক্কেই এশিয়াকে ড. মুহাম্মদ ইউনূস তিন মেয়াদে ভুয়া নির্বাচন মঞ্চস্থ করেছেন হাসিনা ৪২২ উপজেলায় মিলবে ওএমএসের চাল

চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের মেন্টর পাকিস্তান কিংবদন্তি

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে মেন্টর হিসেবে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইউনিস খানকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের আয়োজনে শুরু হবে এই টুর্নামেন্ট। আফগানদের সঙ্গে টুর্নামেন্ট শুরুর আগেই যোগ দেবেন ইউনিস।

এসিবির মুখপাত্র সাঈদ নাসিম সাদাত বলেন, ‘২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে পাকিস্তানের সাবেক টপ অর্ডার ক্রিকেটার ইউনিস খানকে নিয়োগ দিয়েছে এসিবি। তিনি পাকিস্তানে আসর শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।’

পাকিস্তানের হয়ে ১১৮টি টেস্ট খেলে ১০ হাজার ৯৯ রান করেছেন ইউনিস। এর মধ্যে ৩১৩ রানের ইনিংসও আছে তার। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের নেতৃত্বে ছিলেন ইউনিস।

অবসরের পর বিভিন্ন স্তরে কোচিং করিয়েছেন ইউনিস। পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি ও আবুধাবি টি-টেন লেগে বাংলা টাইগার্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও দুবাইয়ে আয়োজিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১২ জানুয়ারির মধ্যে জানাতে হবে প্রাথমিক দল। চূড়ান্ত দল আগামী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত দেওয়া যাবে। চ্যাম্পিয়নস ট্রফিতে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিযে শুরু হবে আসর।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ফেক ছবি শনাক্তে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের মেন্টর পাকিস্তান কিংবদন্তি

আপডেট টাইম : ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে মেন্টর হিসেবে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইউনিস খানকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের আয়োজনে শুরু হবে এই টুর্নামেন্ট। আফগানদের সঙ্গে টুর্নামেন্ট শুরুর আগেই যোগ দেবেন ইউনিস।

এসিবির মুখপাত্র সাঈদ নাসিম সাদাত বলেন, ‘২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে পাকিস্তানের সাবেক টপ অর্ডার ক্রিকেটার ইউনিস খানকে নিয়োগ দিয়েছে এসিবি। তিনি পাকিস্তানে আসর শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন।’

পাকিস্তানের হয়ে ১১৮টি টেস্ট খেলে ১০ হাজার ৯৯ রান করেছেন ইউনিস। এর মধ্যে ৩১৩ রানের ইনিংসও আছে তার। ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের নেতৃত্বে ছিলেন ইউনিস।

অবসরের পর বিভিন্ন স্তরে কোচিং করিয়েছেন ইউনিস। পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি ও আবুধাবি টি-টেন লেগে বাংলা টাইগার্সের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও দুবাইয়ে আয়োজিত হবে চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১২ জানুয়ারির মধ্যে জানাতে হবে প্রাথমিক দল। চূড়ান্ত দল আগামী ১১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত দেওয়া যাবে। চ্যাম্পিয়নস ট্রফিতে দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিযে শুরু হবে আসর।