দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। আছেন অভিনয় থেকে দূরে। নেই কোনো খবরের শিরোনামেও। এর মধ্যেই জানা গেল, যুক্তরাষ্ট্রেই বিয়ে করেছেন তমালিকা। আর আনন্দের সংবাদটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই, এক ফেসবুক পোস্টের মাধ্যমে
আজ সোমবার স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে প্রকাশ্যে আসে অভিনেত্রীর বিয়ের খবর। তবে কবে ও কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, তা জানা যায়নি। পাওয়া যায়নি, প্রভীন সম্পর্কে বিস্তারিত তথ্যও।
আজ তমালিকা কর্মকার তার ফেসবুকে শেয়ার করেন স্বামী প্রভীনের সঙ্গে থাকা একটি ছবি। ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।
তমালিকার পোস্ট করা সেই ছবিতে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। এই তালিকায় আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। তমালিকাও শুভকামনার উত্তর দিয়ে যাচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, তমালিকা ও প্রভীনের বিয়ে হয়েছে অনেক আগেই। আর তাদের বিয়ের খবরটি তমালিকার খুব কাছের মানুষেজনরাই জানেন। তবে দুজনের কেউই খবরটি আনুষ্ঠানিকভাবে কাউকে জানাননি। তমালিকার সঙ্গে প্রভীনের পরিচয় অনেক দিনের। সেখানে থেকেই তাদের বন্ধুত্ব, অতঃপর প্রেম। সবশেষে বিয়ের মধ্যদিয়ে সম্পর্ক পূর্ণতা পায় পরিণয়ে।