‘নট আউট’ নাটকের মধ্যদিয়ে শোবিজে পা রাখেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এরপর কাজ করেছেন একাধিক নাটকে, হয়েছেন প্রশংসিত। নাম লিখিয়েছেন সিনেমাতেও। ‘ভয়ংকর সুন্দর’র মধ্যদিয়ে সিনেমায় তার আত্মপ্রকাশ।
এদিকে, ছাত্র-জনতার গণআন্দোলনে হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’তে যুক্ত থাকার কারণে সমালোচিত হন ভাবনা। আওয়ামীপন্থি শিল্পী হয়ে সক্রিয় থাকার কারণে জনগণের তোপের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। এরপর থেকেই বির্তক যেন পিছু ছাড়ছে না তার। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ভাবনাও ছিলেন অনেকটাই নিশ্চুপ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছিলেন নিষ্ক্রিয়। তবে সম্প্রতি সময়ে আবারও সরব হয়েছেন, করছেন নিয়মিত পোস্টও।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন ভাবনা। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমিই সেরা। আমি যোগ্য ছিলাম, সেরাটা পাওয়ার জন্য আমি উপযুক্ত। এটি আমার ব্যক্তিগত নীতি যা আমি প্রতিদিন সকালে নিজেকে বলে থাকি অভিনয়ের আগে।’
কিন্তু অভিনেত্রীর পোস্ট যেন নেটিজেনদের মন ভোলাতে পারেনি। তোপের মুখে ক্যাপশন মুছে ফেলতে বাধ্য হন তিনি। তবে রেখেছেন ছবিগুলো। আর নতুন ক্যাপশনে লিখেছেন, ‘গতরাত সম্পর্কে।’ শুধু তাই নয়, তার পোস্টে মন্তব্যকারীদের নেতিবাচক কথাগুলোও মুছে ফেলেছেন ভাবনা।