আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের নতুন অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ। আজ সোমবার ভারতীয় উইকেটকিপারকে দলনেতা ঘোষণা করেন দলের মালিক সঞ্জীব গোয়েন্কা।
এর আগে ২০২২ সাল থেকে আইপিএলে খেলা শুরু করার পর থেকে লোকেশ রাহুল ছিলেন লক্ষ্ণৌর অধিনায়ক। তবে গত মৌসুমে হায়দ্রাবাদের ম্যাচে হারের পর গোয়েন্কা প্রকাশ্যে ভর্ৎসনা করেন রাহুলকে। ওই ঘটনার পরেই বোঝা গিয়েছিল, রাহুলের দল ছাড়া সময়ের অপেক্ষা।
এবার সেটাই হয়েছে। গত বছর মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে ঋষভকে কিনেছিল লক্ষ্ণৌ। সোমবার তাকেই অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হল।
এছাড়া পছন্দের ১৭ নম্বর জার্সিই নতুন দলে পাচ্ছেন পন্থ। তার নাম লেখা জার্সিতে খোদাই করা রয়েছে ‘ক্যাপ্টেন’ শব্দটিও। পন্থকে পাশে নিয়ে সেই জার্সি প্রকাশ্যে আনেন গোয়েন্কা এবং দলের মেন্টর জহির খান।
দায়িত্ব নিয়ে পন্থ বলেছেন, `আমার উপরে আস্থা রাখার জন্য সঞ্জীব স্যর, জাক ভাইকে ধন্যবাদ। লক্ষ্ণৌর হয়ে সব সময় ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব।’