যখন আমি জিরো লাইনে দাঁড়িয়ে আছি। আপনাদের এখানে আসার দরকার নেই। তখন আমি যথেষ্ট বিএসএফকে সাইজ করার জন্য বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
বিজিবি অধিনায়ক বলেন, ‘আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের প্রশিক্ষণ আছে, মনোবল আছে এবং আমাদের পিছনে ১৮ কোটি মানুষ আছে। ১৮ কোটি মানুষ থাকতে আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই।’
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চৌকা বিওপির বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভাকালে তিনি এমন মন্তব্য করেন।
গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় কারা কারা মাদক চোরাচালানের সাথে যুক্ত। আমাকে খবর দেন। আমরা ধরে থানায় জমা দিবো। তারপর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ৫০০-১০০০ টাকার জন্য কেউ সীমান্তে যাবেন না। আমাকে বললে আমি পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করে দিবো।
সভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো. বেলাল, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি চৌকা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ’র মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গেল ১৮ জানুয়ারি সকালে আবারও বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ’র সহায়তায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কৃষকদের আম গাছ ও ফসল কেটে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে বাংলাদেশিদের উপর হামলা চালায় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা। এতে ৫ জন আহত হয়।