ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেসি-সুয়ারেজ এই প্রথম নেইমারকে ছাড়া অনুশীলনে

বাঙালী কণ্ঠ নিউজঃ   বিখ্যাত এমএসএন জুটি। কেউ কখনও ভাবতেই পারেনি এই জুটি ভাঙতে পারে। ২২২ মিলিয়ন ইউরোর (২ হাজার ১১৯ কোটি টাকা) বিনিময়ে  নেইমার চলে গেলেন পিএসজিতে। বার্সেলোনা এখন বলতে গেলে ভাঙা জুটি। আকস্মিসকভাবে নেইমারের চলে যাওয়ার ধকলই সামলে উঠতে পারছে না বার্সা।

নেইমার না থাকলে কী বার্সেলোনা বসে থাকবে, থাকবে না বলেই যথারীতি তারাও নেমে পড়েছে মাঠে। বিশ্বসেরা ফুটবলার তো আরও আছে বার্সায়। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, আন্দ্রে ইনিয়েস্তা। বিখ্যাত এসব ফুটবলারদের নিয়েই আগামী মৌসুমে শিরোপা লড়াইয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বেন কোচ আর্নেস্তো ভালভার্দে।

নেইমার চলে যাওয়ার পর গতকালই প্রথম অনুশীলনে মাঠে নেমেছে এমএনএস  বাকি দু’জন- লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। নেইমারের শূন্যতা ভুলে তারা চেষ্টা করেছেন স্বাভাবিক গতিতেই অনুশীলন চালিয়ে যেতে। মাঠে নামার পর টেনিস নেট লাগিয়ে বল হেড করার মত করে টেনিস খেলেছেন মেসি এবং সুয়ারেজ।

নেইমার না থাকার কারণে স্বাভাবিকভাবেই একটা ফাঁকা কাজ করছিল বার্সার শিবিরে। মেসি-সুয়ারেজরা সেই শূন্যতা কাটিয়ে চেষ্টা করছেন স্বাভাবিক গতিতে ফেরার। আগামী সপ্তাহেই যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আবারও মাঠে নামবে বার্সা। স্প্যানিশ সুপার কাপের শিরোপা লড়াইয়ে দুই লেগের এই ম্যাচের প্রথমটি ১১ আগস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মেসি-সুয়ারেজ এই প্রথম নেইমারকে ছাড়া অনুশীলনে

আপডেট টাইম : ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ   বিখ্যাত এমএসএন জুটি। কেউ কখনও ভাবতেই পারেনি এই জুটি ভাঙতে পারে। ২২২ মিলিয়ন ইউরোর (২ হাজার ১১৯ কোটি টাকা) বিনিময়ে  নেইমার চলে গেলেন পিএসজিতে। বার্সেলোনা এখন বলতে গেলে ভাঙা জুটি। আকস্মিসকভাবে নেইমারের চলে যাওয়ার ধকলই সামলে উঠতে পারছে না বার্সা।

নেইমার না থাকলে কী বার্সেলোনা বসে থাকবে, থাকবে না বলেই যথারীতি তারাও নেমে পড়েছে মাঠে। বিশ্বসেরা ফুটবলার তো আরও আছে বার্সায়। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, আন্দ্রে ইনিয়েস্তা। বিখ্যাত এসব ফুটবলারদের নিয়েই আগামী মৌসুমে শিরোপা লড়াইয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বেন কোচ আর্নেস্তো ভালভার্দে।

নেইমার চলে যাওয়ার পর গতকালই প্রথম অনুশীলনে মাঠে নেমেছে এমএনএস  বাকি দু’জন- লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ। নেইমারের শূন্যতা ভুলে তারা চেষ্টা করেছেন স্বাভাবিক গতিতেই অনুশীলন চালিয়ে যেতে। মাঠে নামার পর টেনিস নেট লাগিয়ে বল হেড করার মত করে টেনিস খেলেছেন মেসি এবং সুয়ারেজ।

নেইমার না থাকার কারণে স্বাভাবিকভাবেই একটা ফাঁকা কাজ করছিল বার্সার শিবিরে। মেসি-সুয়ারেজরা সেই শূন্যতা কাটিয়ে চেষ্টা করছেন স্বাভাবিক গতিতে ফেরার। আগামী সপ্তাহেই যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আবারও মাঠে নামবে বার্সা। স্প্যানিশ সুপার কাপের শিরোপা লড়াইয়ে দুই লেগের এই ম্যাচের প্রথমটি ১১ আগস্ট।