ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পান্তকে নিয়ে এক বাক্যে যা বললেন উর্বশী

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ২৯৫ রানের বিশাল জয় পেয়েছে ভারত। ম্যাচে খুব বেশি ভালো করতে পারেননি ভারতের উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্ত। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে ৩৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে ১ রানেই আউট হয়েছেন এই তারকা।

ভারতের জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজে পান্তের ফর্ম খুব গুরুত্বপূর্ণ। সিরিজে এই তারকার জন্য শুভকামনা জানিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাও। বছর দুয়েক আগে থেকে পান্তের সঙ্গে প্রেমের গুঞ্জন চলে উর্বশীর। এক সাক্ষাৎকারে উর্বশী যখন গণমাধ্যমকে জানান, হোটেল রুমের লবিতে তার সঙ্গে দেখা করার জন্য ‘আরপি’ নামে একজন অপেক্ষা করছেন, তখন থেকেই বিষয়টি নিয়ে চর্চা বেড়ে যায়।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে অতিরিক্ত আলোচনা চলছে, এমন অভিযোগও অনেকবার করেছেন উর্বশী। সম্প্রতি বলিউডকেন্দ্রিক ওয়েবসাইট ‘ফিলমিজ্ঞান’-এর সঙ্গে উর্বশীর আলাপচারিতায় আবারও উঠে আসে পান্ত প্রসঙ্গ। পান্তের সঙ্গে একটি হ্যাশট্যাগ যোগ করতে বলেন ‘ফিলমিজ্ঞান’-এর উপস্থাপক। যার জবাবে উর্বশী বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য শুভকামনা।’

শুধু পান্তই নয়, এর আগে উর্বশীর সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম উঠেছে নাসিম শাহেরও। এদের নিয়ে এর আগেও মুখ খুলতে হয়েছে উর্বশীকে। একবার ভক্তদের করা প্রশ্ন উর্বশীর কাছে তুলে ধরেন উপস্থাপক। প্রশ্নটি এমন ছিল- ‘রিশাভ পান্ত আপনাকে অনেক সম্মান করেন। এটা আমাদের জন্য আনন্দের হবে, যদি আপনি তাকে (পান্ত) বিয়ে করেন।’ জবাবে উর্বশী শুধু বলেছেন, ‘কোনো মন্তব্য নেই।’ তবে পান্তকে নিয়ে কোনো হ্যাশট্যাগ দেওয়া হলে কোনটি দেবেন, এমন প্রশ্নের উত্তরে উর্বশী তখন বলেছিলেন, ‘হেলথ (স্বাস্থ্য)’।

এদিকে, মারাত্মক সড়ক দুর্ঘটনা থেকে ফেরার পর ক্রিকেটজীবনটা ভালোই যাচ্ছে পান্তের। এবারের আইপিএল মেগা নিলামে সর্বোচ্চ দামি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ২৭ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

পান্তকে নিয়ে এক বাক্যে যা বললেন উর্বশী

আপডেট টাইম : ১২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ২৯৫ রানের বিশাল জয় পেয়েছে ভারত। ম্যাচে খুব বেশি ভালো করতে পারেননি ভারতের উইকেটকিপার ব্যাটার রিশাভ পান্ত। প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময়ে ৩৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে ১ রানেই আউট হয়েছেন এই তারকা।

ভারতের জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজে পান্তের ফর্ম খুব গুরুত্বপূর্ণ। সিরিজে এই তারকার জন্য শুভকামনা জানিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাও। বছর দুয়েক আগে থেকে পান্তের সঙ্গে প্রেমের গুঞ্জন চলে উর্বশীর। এক সাক্ষাৎকারে উর্বশী যখন গণমাধ্যমকে জানান, হোটেল রুমের লবিতে তার সঙ্গে দেখা করার জন্য ‘আরপি’ নামে একজন অপেক্ষা করছেন, তখন থেকেই বিষয়টি নিয়ে চর্চা বেড়ে যায়।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে অতিরিক্ত আলোচনা চলছে, এমন অভিযোগও অনেকবার করেছেন উর্বশী। সম্প্রতি বলিউডকেন্দ্রিক ওয়েবসাইট ‘ফিলমিজ্ঞান’-এর সঙ্গে উর্বশীর আলাপচারিতায় আবারও উঠে আসে পান্ত প্রসঙ্গ। পান্তের সঙ্গে একটি হ্যাশট্যাগ যোগ করতে বলেন ‘ফিলমিজ্ঞান’-এর উপস্থাপক। যার জবাবে উর্বশী বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য শুভকামনা।’

শুধু পান্তই নয়, এর আগে উর্বশীর সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম উঠেছে নাসিম শাহেরও। এদের নিয়ে এর আগেও মুখ খুলতে হয়েছে উর্বশীকে। একবার ভক্তদের করা প্রশ্ন উর্বশীর কাছে তুলে ধরেন উপস্থাপক। প্রশ্নটি এমন ছিল- ‘রিশাভ পান্ত আপনাকে অনেক সম্মান করেন। এটা আমাদের জন্য আনন্দের হবে, যদি আপনি তাকে (পান্ত) বিয়ে করেন।’ জবাবে উর্বশী শুধু বলেছেন, ‘কোনো মন্তব্য নেই।’ তবে পান্তকে নিয়ে কোনো হ্যাশট্যাগ দেওয়া হলে কোনটি দেবেন, এমন প্রশ্নের উত্তরে উর্বশী তখন বলেছিলেন, ‘হেলথ (স্বাস্থ্য)’।

এদিকে, মারাত্মক সড়ক দুর্ঘটনা থেকে ফেরার পর ক্রিকেটজীবনটা ভালোই যাচ্ছে পান্তের। এবারের আইপিএল মেগা নিলামে সর্বোচ্চ দামি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। ২৭ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।