বাঙালী কণ্ঠ নিউজঃ গত বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর মুনাফা বেড়েছে প্রায় দ্বিগুণ। ফলে বেড়েছে শেয়ারপ্রতি আয়ও (ইপিএস)। দেশে বিনিয়োগের স্থিতিশীল পরিবেশ থাকায় পুঁজিবাজারের পাশাপাশি সব খাতে সার্বিকভাবে ব্যাংকগুলোর বিনিয়োগ বেড়েছে। বিনিয়োগ বাড়ায় প্রকৃত মুনাফাও বেড়েছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
তারা বলছেন, ২০১০ সালের পর থেকে ব্যাংকের শেয়ারকে ‘পচা’ শেয়ার বলা হতো। এই শেয়ারগুলো এমন খারাপ অবস্থায় ছিলো যে, ফেসভ্যালুর কাছাকাছি কিংবা তার চেয়েও কম দামে লেন-দেন হয়েছে।
কিন্তু মুনাফা বাড়ায় সেই শেয়ারগুলোরই দাম দ্বিগুণ বেড়ে গেছে। বিনিয়োগকারীরাও ব্যাংকের শেয়ারে বিনিয়োগে হুমড়ি খেয়ে পড়ছেন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে এসেছে যে, ব্যাংক খাতের শেয়ারের দাম বাড়লে পুঁজিবাজারে দরের উত্থান ঘটে। আর ব্যাংক খাতের শেয়ারের দাম কমলে পুঁজিবাজারে দরপতন হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুসারে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে পুঁজিবাজারে থাকা ব্যাংকগুলোর প্রকৃত মুনাফা হয়েছে ১ হাজার ৬৫৩ কোটি টাকা। গত বছরের একই সময়কালে মুনাফা হয়েছিলো ৮৪৮ কোটি টাকা। অর্থাৎ ওই প্রান্তিকে ব্যাংকের নিট মুনাফা ৮০৫ কোটি টাকা বেশি।
এর আগের ছয়মাসে ব্যাংকগুলোর মুনাফা হয়েছিলো ৩ হাজার ১৮৭ কোটি টাকা। সব মিলে তিন প্রান্তিকে ব্যাংকের মোট মুনাফা দাঁড়িয়েছে চার হাজার ৬৮৩ কোটি টাকায়।
গত বছরে মোট মুনাফা হয়েছিলো ৬ হাজার ৩৫৯ কোটি ২০ হাজার টাকা। এর আগের বছর (২০১৫ সাল) মুনাফা হয়েছিলো ৫ হাজার ৮৯২ কোটি ৯০ হাজার টাকা।
ব্যাংকাররা বলছেন, এবার আগের বছরগুলোর চেয়ে মুনাফা বেশি হবে।
তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে ব্র্যাক ব্যাংকের। প্রতিষ্ঠানটির মোট মুনাফা হয়েছে ১৫০ কোটি ৫২ লাখ টাকা। এতে ইপিএস ১ টাকা ৩ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৭৬ পয়সায়। একই সময়ে ১৩১ কোটি ৭৭ লাখ টাকা মুনাফা করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। ফলে ব্যাংকটির ইপিএস