ঢাকা , সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

দুই হাজার টাকায় কম্পিউটার বানালো এক মাদ্রাসা ছাত্র

বাঙালী কণ্ঠ নিউজঃ মাত্র দুই হাজার টাকা খরচে মোবাইলের মাদারবোর্ডসহ নানা যন্ত্রপাতি জোড়া দিয়ে খুদে এক ‘কমপিউটার’ বানিয়েছে নেত্রকোণার মাদ্রাসার এক ছাত্র। কামরুজ্জামান আল হাদি নামের ওই শিক্ষার্থী নেত্রকোণার মদন উপজেলার জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

বাসার কম্পিউটারের ত্রুটি মেরামত করতে করতে এভাবে পিসি বানানোর চিন্তা আসে বলে জানায় সে। গত ছয় মাসের চেষ্টায় মোবাইলের মনিটর ও মাদারবোর্ড ব্যবহার করে টিনের বাক্সে তৈরি করে সিপিইউ। এতে তার দুই হাজার টাকা খরচ পড়েছে বলে জানায়।

এটা দিয়ে অডিও, ভিডিও তেমনি এমএস ওয়ার্ড ও ইন্টারনেট প্রোগ্রামও চালানো যায়। হাদির বাবা মাওলানা সাইদুর রহমান বলেন, প্রথমে ছেলের এ কাজে বিরক্ত হলেও পরে হাদির অদম্য ইচ্ছার প্রতি সমর্থন জানাই।

মদনের জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক খান বলেন, হাদির সহপাঠী শিক্ষক, প্রতিবেশিরাও তার এই কাজে গর্বিত।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালিউল হাসান বলেন, হাদির এই উদ্ভাবনের প্রশংসার দাবিদার।

Tag :
আপলোডকারীর তথ্য

দুই হাজার টাকায় কম্পিউটার বানালো এক মাদ্রাসা ছাত্র

আপডেট টাইম : ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯

বাঙালী কণ্ঠ নিউজঃ মাত্র দুই হাজার টাকা খরচে মোবাইলের মাদারবোর্ডসহ নানা যন্ত্রপাতি জোড়া দিয়ে খুদে এক ‘কমপিউটার’ বানিয়েছে নেত্রকোণার মাদ্রাসার এক ছাত্র। কামরুজ্জামান আল হাদি নামের ওই শিক্ষার্থী নেত্রকোণার মদন উপজেলার জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।

বাসার কম্পিউটারের ত্রুটি মেরামত করতে করতে এভাবে পিসি বানানোর চিন্তা আসে বলে জানায় সে। গত ছয় মাসের চেষ্টায় মোবাইলের মনিটর ও মাদারবোর্ড ব্যবহার করে টিনের বাক্সে তৈরি করে সিপিইউ। এতে তার দুই হাজার টাকা খরচ পড়েছে বলে জানায়।

এটা দিয়ে অডিও, ভিডিও তেমনি এমএস ওয়ার্ড ও ইন্টারনেট প্রোগ্রামও চালানো যায়। হাদির বাবা মাওলানা সাইদুর রহমান বলেন, প্রথমে ছেলের এ কাজে বিরক্ত হলেও পরে হাদির অদম্য ইচ্ছার প্রতি সমর্থন জানাই।

মদনের জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক খান বলেন, হাদির সহপাঠী শিক্ষক, প্রতিবেশিরাও তার এই কাজে গর্বিত।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালিউল হাসান বলেন, হাদির এই উদ্ভাবনের প্রশংসার দাবিদার।