বাঙালী কণ্ঠ ডেস্কঃ কেপটাউন সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে ৩ ইতালিয়ান কিশোর নিখোঁজ হয়েছে। ২৪ নভেম্বর আটলান্টিক মহাসাগরের কেপটাউন পয়েন্টের থ্রি অ্যাঙ্কর বেতে এ ঘটনা ঘটে।
পুলিশ বিভাগের এনএসআরআইয়ের মুখপাত্র ক্রেগ ল্যাম্বিনন জানিয়েছেন, ১৬ বছর বয়সী দুটি কিশোর এবং ১৫ বছর বয়সী একজন কিশোরী সার্ফটিতে নিখোঁজ রয়েছেন। তারা কেপটাউনে সমুদ্র সৈকতের থ্রি অ্যাঙ্কর পয়েন্টে গোসল করতে নামলে সমুদ্রেরের ঢেউ তাদেরকে টেনে নিয়ে যায়।
ঘটনার পরপরই একদল ডুবরি তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হওয়ায় পরে ইমারজেন্সি ডিপার্টমেন্টের সহযোগিতায় হেলিকপ্টার নিয়ে প্রায় ২ ঘন্টা অভিযান চালিয়েও তাদের খুঁজে পাওয়া যায়নি।
ইমারজেন্সি ডিপার্টমেন্টের এক কর্মকর্তা লাম্বিনন বলেছেন, ইতালি থেকে আসা একটি পরিবারে ৫ জন সদস্য যারা থ্রি অ্যাঙ্কর বে সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়েছিলেন। লাম্বিনন বলেছেন, সমুদ্রের একটি তরঙ্গ তাদের ওপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রের দিকে টেনেছিল। এতে তিনজন নিখোঁজ হলেও ভাগ্যক্রমে ২ জন বেঁচে যায়।
‘সি পয়েন্ট রকল্যান্ডসসহ পুরো সমুদ্র জুড়ে ২২ টি ডুবরি দল ও ১০ টি হেলিকপ্টার তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।