ঢাকা , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের মুক্তি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাজধানীর শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলী।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে রেজা নামে তার এক ভাগনের সঙ্গে বাড়িতে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে তার স্বজনরা মূল গেট থেকে তাকে নিয়ে যায়।

জানা যায়, কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম এই কিলার আব্বাস। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয় তার নামে। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেফতার হন তিনি। সেই থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দি ছিলেন আব্বাস।

সোমবার রাত ৮টার পর থেকে কিলার আব্বাস ওরফে আব্বাস আলীর স্ত্রী, ভাগনে ও স্বজনরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেটকার নিয়ে তার মুক্তির অপেক্ষায় ছিলেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মূল ফটক দিয়ে বের হয়ে দৌড়ে পশ্চিম দিকে চলে যান কিলার আব্বাস। এ সময় তারা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

কারাগার সূত্রে জানা গেছে, রাজধানীর ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম ছিলেন এই কিলার আব্বাস। দুই হত্যা মামলায় প্রায় ২১ বছর কারাবন্দি থাকার পর সোমবার মুক্তি পান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসের মুক্তি

আপডেট টাইম : ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন রাজধানীর শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলী।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে রেজা নামে তার এক ভাগনের সঙ্গে বাড়িতে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে তার স্বজনরা মূল গেট থেকে তাকে নিয়ে যায়।

জানা যায়, কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম এই কিলার আব্বাস। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয় তার নামে। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেফতার হন তিনি। সেই থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দি ছিলেন আব্বাস।

সোমবার রাত ৮টার পর থেকে কিলার আব্বাস ওরফে আব্বাস আলীর স্ত্রী, ভাগনে ও স্বজনরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেটকার নিয়ে তার মুক্তির অপেক্ষায় ছিলেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মূল ফটক দিয়ে বের হয়ে দৌড়ে পশ্চিম দিকে চলে যান কিলার আব্বাস। এ সময় তারা কেউই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

কারাগার সূত্রে জানা গেছে, রাজধানীর ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম ছিলেন এই কিলার আব্বাস। দুই হত্যা মামলায় প্রায় ২১ বছর কারাবন্দি থাকার পর সোমবার মুক্তি পান তিনি।