ঢাকা , রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভারতে হত্যা ও ধর্ষণের শিকার বাংলাদেশি নারী

ভারতের ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন বাংলাদেশি এক নারী। গতকাল শুক্রবার রামমুরির কালকেকে লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে পুলিশের ধারণা ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়। তার স্বামী একজন পরিচ্ছন্নকর্মী। তাদের তিন সন্তান রয়েছে । সেই নারী গৃহপরিচারিকার কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে একটি জনমানবহীন এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাতকারে এক পুলিশ কর্মকর্তা জানান, ‘নিহত নারী একজন বাংলাদেশি নাগরিক। তিনি ছয় বছর ধরে ভারতে অবস্থান করছিলেন। তার স্বামীর ভারতীয় পাসপোর্ট রয়েছে। বৃহস্পতিবার বাড়ি ফিরতে দেরী হওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন তার স্বামী।’

তিনি বলেন, ‘মনে হচ্ছে নিজের ইচ্ছাতেই গিয়েছিলেন সেই নারী। শুক্রবার সকালে যখন তার মরদেহ উদ্ধার করা হয়, তখন তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বেক্সিমকোর সম্পদ জব্দ করে শ্রমিকদের বেতন দেয়ার সুপারিশ

ভারতে হত্যা ও ধর্ষণের শিকার বাংলাদেশি নারী

আপডেট টাইম : ২২ ঘন্টা আগে

ভারতের ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন বাংলাদেশি এক নারী। গতকাল শুক্রবার রামমুরির কালকেকে লেক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে পুলিশের ধারণা ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়। তার স্বামী একজন পরিচ্ছন্নকর্মী। তাদের তিন সন্তান রয়েছে । সেই নারী গৃহপরিচারিকার কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে একটি জনমানবহীন এলাকায় তার মরদেহ পাওয়া যায়।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাতকারে এক পুলিশ কর্মকর্তা জানান, ‘নিহত নারী একজন বাংলাদেশি নাগরিক। তিনি ছয় বছর ধরে ভারতে অবস্থান করছিলেন। তার স্বামীর ভারতীয় পাসপোর্ট রয়েছে। বৃহস্পতিবার বাড়ি ফিরতে দেরী হওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন তার স্বামী।’

তিনি বলেন, ‘মনে হচ্ছে নিজের ইচ্ছাতেই গিয়েছিলেন সেই নারী। শুক্রবার সকালে যখন তার মরদেহ উদ্ধার করা হয়, তখন তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।’