বাঙালী কণ্ঠ নিউজঃ আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাংলার বিভিন্ন ঐতিহ্য। হারানো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে মেহেরপুরের ভৈরব নদীতে অনুষ্ঠিত হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। বিজয়ের মাসে ব্যাতিক্রমী এ আয়োজনে খুশি হাজারো দর্শক।
নৌকা বাইচে অংশ নিয়ে খুশি নবীন ও প্রবীণ মাঝিরাও। আগামীতে বড় পরিসরে নৌকা বাইচের আয়োজনের উদ্যোগ নেবে বলে জানালেন জেলা প্রশাসক ও জনপ্রতিনিধিরা। জেলার ৬টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়।
নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে জড়ো হয় হাজারো দর্শক। বিজয়ের মাস সাধারণ মানুষের কাছে আরো আনন্দঘন করে তুলতে মেহেরপুরের ভৈরব নদীতে নৌকা বাইচের আয়োজন করে জেলা প্রশাসন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে ও যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই মূলত এ আয়োজন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সদর উপজেলার আমদহ ইউনিয়ন এবং রানার্স আপ হয় একই উপজেলার কুতবিপুর ইউনিয়ন।
এসময় জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, স্থানীয় সরকারের উপ পরিচালক খাইরুল হাসান, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।