বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) জন্য ৩০ হাজার শটগান এবং ৩০ লাখ কার্তুজ কিনতে যাচ্ছে সরকার।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৪৭ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে এসব শাটগান ও কার্তুজ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জন্য ৩০ হাজার শটগান এবং শটগানের ৩০ লাখ কার্তুজ মেশিন টুলস ফ্যাক্টরির মাধ্যমে সরাসরি পদ্ধতিতে কেনার প্রস্তাব অনেুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
ইতালি, তুরস্ক ও যুক্তরাজ্যের তিনটি কোম্পানির কাছ থেকে মেশিন টুলস ফ্যাক্টরি এসব শটগান ও কার্তুজ সংগ্রহ করে দেবে বলে জানান মোস্তাফিজুর। ৩০ হাজার শটগান কিনতে খরচ হবে ১০৯ কোটি ৪ লাখ টাকা। আর ৩০ লাখ কার্তুজ কিনতে খরচ হচ্ছে ৩৮ কোটি ৪৪ লাখ টাকা।
এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি প্রকল্পের আওতায় ৪১৯ কোটি ৮৪ লাখ টাকায় দুই লাখ চার হাজার ৯৯০টি খুঁটি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।