বাঙালী কণ্ঠ ডেস্কঃ গতকাল ভোর ৫.৫০ টায় উত্তরার ৭ নং সেক্টরের কাবাব ফ্যাক্টরীর সামনে গাড়িসহ দুই ছিনতাইকারী একটি রিক্সা যাত্রীর কাছ থেকে একটি ব্যাগ ছিনিয়ে নেয়।
এ সময় পুলিশ ঐ ছিনতাইকারীকে ধাওয়া করলে ছিনতাইকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও তাদের পিছু নেয়।
ছিনতাইকারীদের ধাওয়া করে পুলিশ কামারপাড়া গেলে গাড়ি থামিয়ে ছিনতাইকারীরা পালাতে চেষ্টা করে। পুলিশ সেখানে নিজেদের গাড়ি দিয়ে রাস্তা আটকিয়ে তাদের ধরার চেষ্টা করলে তাদের কাছে থাকা চাপাতি, ছোরা, লাঠি ও স্টিলের হাতলসহ চেইন দিয়ে পুলিশের ওপর আক্রমন করে। তাদের আক্রমনে উত্তরা পশ্চিম থানার (অপারেশন) মোঃ শাহ আলমসহ এসআই মুশফিকুর রহমান, একজন পুলিশ সদস্য ও একজন আনসার সদস্য আহত হন।
পুলিশ আত্মরক্ষার্থে তাদের ওপর ৫ রাউন্ড শর্টগানের গুলি ও ১ রাউন্ড পিস্তলের গুলি ফায়ার করে । এ সময় পুলিশের গুলিতে আহত হয় ছিনতাইকারীরা। আহত ছিনতাইকারীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাই করা ব্যাগ ও ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকার, ২টি চাপাতি, ১টি ছোরা, ১টি লাঠি ও স্টিলের হাতলসহ চেইন উদ্ধার করে। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম মোঃ স্বপন (৩৪) ও আবুল কাশেম (৪০) বলে প্রাথমিকভাবে জানা যায়।
তাদের আরো তিন সহযোগী তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ব্যাগের মালিক স্থান ত্যাগ করায় পুলিশ উদ্ধার করা ব্যাগের মালিককে ফেরত দিতে পারে নাই । এখন পর্যন্ত কেউ ব্যাগের মালিকানা দাবি করেনি। ডিএমপি নিউজ