বাঙালী কণ্ঠ নিউজঃ নারায়ণগঞ্জের ১৮নং ওয়ার্ডের নিতাইগঞ্জ নলুয়াপাড়া এলাকার কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৬ যুবককে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত পুলিশের আবেদনে রিমান্ড মঞ্জুর করেন।
এরা হলে শহরের ১২৮ নলুয়াপাড়ার নাজির মিয়ার ছেলে মো. হৃদয় (২৩), মাউচ্ছাবাজার এলাকার সফিকুল ইসলামের ছেলে সোহেল (২১), ৪৬/২ নলুয়াপাড়ার স্বপন মিয়ার ছেলে মো. সাদ্দাম (২৬), ৮১/১ নলুয়াপাড়ার জয়নাল মিয়ার ছেলে রফিকুল ইসলামর বন্টি (২৪), একই এলাকার বাবুল ওরফে জামাই বাবুলের ছেলে মো. জয় (২২) ও মনির হোসেনের ছেলে সুমন (২৩)।
কোর্ট পুলিশের এসআই মজিবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে ৬ ধর্ষণকারীকে আদালতে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ।
এর আগে রোববার রাতে ভিকটিম নিজেই বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর মধ্যে ওই ৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, অপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, রোববার ভোরে এক কিশোরীকে ১৩ জন যুবক নিতাইগঞ্জ নলুয়াপাড়া এলাকায় একটি বালুর মাঠে নিয়ে গণধর্ষণ করে। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষণকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।