ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টি তুমি এসো

ড.গোলশান আরা বেগম

তুমি আসছো বলে বাতাস ছুঁয়ে

প্রকৃতি দোলে দোলে গাইছে গান

মেঘ বালিকা ঝিলিক ঝিলিক হাসে

নুপূর পায়ে নাচে টিনের চালে।

শিশুরা কচু পাতার ছাতা মাথায়

খেলে কাদা জলে ডানকানা মাছ কিলবিল করে

জেলে ফেলে জাল বৃষ্টি ভেজা জলে।

খোঁপায় গোঁজে বৃষ্টির ফুল ভেজা আচঁলে স্নানে ব্যস্ত গাঁয়ের বধু

শাপলা ফোটা বিলে ভাসে অপরুপ সুন্দর বাংলাদেশ।

পাখীকূল সঙ্গম শিহরণে কাঁপে

ঠোঁটে ঠোঁট ঘষে সবুজ তারুণ্য

বৃক্ষ লতায় দোলে রুপের নেই কো শেষ।

বৃষ্টি মুখর বিকেলে এসো প্রিয়া

চায়ের কাপে দেই চুমু বধির পৃথিবী চেয়ে দেখুক

প্রেম চুম্বনে কত সুখ।

বৃষ্টি তুমি এসো নদী কূলে,

ঘাস ফুলে কাক ভেজা দুপুরে ঘুরে ঘুরে

আমার প্রিয় বাংলাদেশ বুকে নিয়ে

বৃষ্টিতে ভিজে ভালোবাসা নবায়ন করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বৃষ্টি তুমি এসো

আপডেট টাইম : ১১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১

ড.গোলশান আরা বেগম

তুমি আসছো বলে বাতাস ছুঁয়ে

প্রকৃতি দোলে দোলে গাইছে গান

মেঘ বালিকা ঝিলিক ঝিলিক হাসে

নুপূর পায়ে নাচে টিনের চালে।

শিশুরা কচু পাতার ছাতা মাথায়

খেলে কাদা জলে ডানকানা মাছ কিলবিল করে

জেলে ফেলে জাল বৃষ্টি ভেজা জলে।

খোঁপায় গোঁজে বৃষ্টির ফুল ভেজা আচঁলে স্নানে ব্যস্ত গাঁয়ের বধু

শাপলা ফোটা বিলে ভাসে অপরুপ সুন্দর বাংলাদেশ।

পাখীকূল সঙ্গম শিহরণে কাঁপে

ঠোঁটে ঠোঁট ঘষে সবুজ তারুণ্য

বৃক্ষ লতায় দোলে রুপের নেই কো শেষ।

বৃষ্টি মুখর বিকেলে এসো প্রিয়া

চায়ের কাপে দেই চুমু বধির পৃথিবী চেয়ে দেখুক

প্রেম চুম্বনে কত সুখ।

বৃষ্টি তুমি এসো নদী কূলে,

ঘাস ফুলে কাক ভেজা দুপুরে ঘুরে ঘুরে

আমার প্রিয় বাংলাদেশ বুকে নিয়ে

বৃষ্টিতে ভিজে ভালোবাসা নবায়ন করবো।