ড.গোলসান আরা বেগমঃ
বিশ্বাস বিশ্বাসের ঘরে বন্দি হাতে
কয়েদির রাখী বন্ধন চোখ দু’টো তার রুমালে বাঁধা
কি সাক্ষী দেবে এখন বা তখন।
বিশ্বাসের ঘরে জন্মেছে আগাছা
শিয়াল কুকুর করছে বসবাস দালাল বাটপার বেঁধেছে ঘর
নিরুপায় অসহায় বান্ধব বিশ্বাস।
অবিশ্বাসীদের দলে পরিবেষ্টিত
ঘুরে দাঁড়ানোর শক্তি সাহস নেই শুধু চোখে মহাসাগরের জন্ম
গর্তে লুকায় ঝরে পরার আগেই।
চা কফির আসরে রাজ প্রাসাদে
কুড়ে ঘরে, রাজনীতির মাঠে ঘাটে বিশ্বাস ঘুরে ঘুরে ক্লান্ত অবসন্ন
পরাজিত কোকিল কন্ঠি ঠোঁটে।
মাথায় রেখে হাত,চোখে চোখ
সে হাজী টুপি তার মাথায়
কথায় নাটকীয়তার হাব ভাব
সিদ্ধ হস্তে পটু চাটুকারিতায়।
সুচতুর নাট্যকার করে অঙ্গিকার
স্বর্গীয় মায়ের আসনে দিয়ে স্থান
পাঠক পাঠিকা তোমরাই বলো
কোথায় হবে বিশ্বাস ভঙ্গের স্থান।