ড.গোলসান আরা বেগমঃ
ফুলের মতো
চাঁদের মতো
হাসতে শেখো
স্বপ্ন দেখো
জীবন ধন্য
হবে অনন্য।
নদীর মতো
সাগরের মতো
হও মানবিক
হও নির্বীক
পাবে তুমি
শান্তি চুমি।
হাসি মুখে
কল্প চোখে
তোমার হবি
আঁকো ছবি
ঝেরে ক্লান্তি
পাবে শান্তি।
শিশু তুমি
ভোরের উর্মি
এগিয়ে যাও
প্রদীপ জ্বালাও তুমিই
পারবে দেশ গড়বে।