ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের বাতিঘর ‘পথকলি একাডেমি

বাঙালী কণ্ঠ নিউজঃ ইসমাইল মাহমুদ। শ্রীমঙ্গলের সাংবাদিকতা-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ। সমাজ সচেতন ইসমাইল নিজ কর্মগুণে ইতিমধ্যে সকলের মন জয় করে নিয়েছেন। শহরের জালালিয়া সড়কের বাসিন্দা ইসমাইল মাহমুদের পিতা মরহুম মো. কালা মিয়া ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের স্বনামধন্য কমিশনার। তিনি শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জালালিয়া মসজিদ কমিটির সভাপতি ও রেলওয়ে জামে মসজিদ কমিটির সম্পাদক। পিতার পদাঙ্ক অনুসরণ করে ইসমাইল মাহমুদও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠনের সাথে জড়িয়ে পড়েন। তিনিও শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষাপদক ২০১৬ শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য-সহযোগিতা এবং দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক ও শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করে আসছেন। চলতি বছরের শুরুতে শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। তিনি ও তাঁর পুত্র শহরতলির মুসলিমবাগস্থ মডেল একাডেমির শিক্ষক ইফতেখার মাহমুদ মাহিন মিলে শহরের জালালিয়া সড়কে গড়ে তুলেছেন ‘পথকলি একাডেমি’ নামের এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। ‘শিক্ষাকে তুমি করো নাকো ভয়, একদিন তোমার হবে হবেই জয়’ এ স্লোগান নিয়ে এ প্রতিষ্ঠান সমাজের সুবিধাবঞ্চিত তথা পথশিশুদের স্বাক্ষরজ্ঞান সম্পন্ন করার কাজ শুরু করেছে। ইতিমধ্যে এ প্রতিষ্ঠানটি উপজেলায় আলোচিত এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ বলেন, ‘শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতির উন্নয়ন কল্পনাও করা যায় না। তাই দেশ ও জাতির উন্নয়নে প্রথমেই প্রয়োজন শিক্ষার উন্নয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন কোনো শিশু থাকবে না বিদ্যালয়ের বাইরে। তবু এখনো আমাদের সমাজে অনেক সুবিধাবাঞ্চত পথশিশু রয়েছে যারা সারা দিনমান রাজপথে ঘুরে বেড়ায়। তাদের সুপথে আনতে ন্যূনতম শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগ আমি নিয়েছি। আমার ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রত্যাশী ও মডেল একাডেমির শিক্ষক ইফতেখার মাহমুদ মাহিন আমার সাথে একাত্ম হয়ে এ পাঠশালা প্রতিষ্ঠা করেছি। আমরা পথশিশুদের সঙ্গে কথা বলেছি। তাদের নিয়ে বৈঠক করেছি। মাত্র কয়েকদিনের পরিশ্রমের ফসল আমরা পেয়েছি। প্রায় ২০ জন পথকলিকে নিয়ে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যাত্রা শুরু হয়েছে পথকলি একাডেমির। আমরা নিজ অর্থায়নে ওই শিশুদের খাতা-কলম-পেন্সিল-রাবার-কাটার ক্রয় করে দিয়েছি। প্রতি শুক্রবার যেহেতু দুই ঘণ্টার শ্রেণি কার্যক্রম চলবে তাই ওই সময়ে তাদের জন্য সামান্য নাস্তারও ব্যবস্থা আমরা করছি। এছাড়া তাদের মানসম্মত পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মাহফুজ সুমন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

সুবিধাবঞ্চিত শিশুদের বাতিঘর ‘পথকলি একাডেমি

আপডেট টাইম : ০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ ইসমাইল মাহমুদ। শ্রীমঙ্গলের সাংবাদিকতা-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রিয়মুখ। সমাজ সচেতন ইসমাইল নিজ কর্মগুণে ইতিমধ্যে সকলের মন জয় করে নিয়েছেন। শহরের জালালিয়া সড়কের বাসিন্দা ইসমাইল মাহমুদের পিতা মরহুম মো. কালা মিয়া ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডের স্বনামধন্য কমিশনার। তিনি শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, জালালিয়া মসজিদ কমিটির সভাপতি ও রেলওয়ে জামে মসজিদ কমিটির সম্পাদক। পিতার পদাঙ্ক অনুসরণ করে ইসমাইল মাহমুদও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠনের সাথে জড়িয়ে পড়েন। তিনিও শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। স্বীকৃতিস্বরূপ জাতীয় শিক্ষাপদক ২০১৬ শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য-সহযোগিতা এবং দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক ও শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করে আসছেন। চলতি বছরের শুরুতে শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। তিনি ও তাঁর পুত্র শহরতলির মুসলিমবাগস্থ মডেল একাডেমির শিক্ষক ইফতেখার মাহমুদ মাহিন মিলে শহরের জালালিয়া সড়কে গড়ে তুলেছেন ‘পথকলি একাডেমি’ নামের এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। ‘শিক্ষাকে তুমি করো নাকো ভয়, একদিন তোমার হবে হবেই জয়’ এ স্লোগান নিয়ে এ প্রতিষ্ঠান সমাজের সুবিধাবঞ্চিত তথা পথশিশুদের স্বাক্ষরজ্ঞান সম্পন্ন করার কাজ শুরু করেছে। ইতিমধ্যে এ প্রতিষ্ঠানটি উপজেলায় আলোচিত এক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষানুরাগী ইসমাইল মাহমুদ বলেন, ‘শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতির উন্নয়ন কল্পনাও করা যায় না। তাই দেশ ও জাতির উন্নয়নে প্রথমেই প্রয়োজন শিক্ষার উন্নয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন কোনো শিশু থাকবে না বিদ্যালয়ের বাইরে। তবু এখনো আমাদের সমাজে অনেক সুবিধাবাঞ্চত পথশিশু রয়েছে যারা সারা দিনমান রাজপথে ঘুরে বেড়ায়। তাদের সুপথে আনতে ন্যূনতম শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগ আমি নিয়েছি। আমার ছেলে অনার্স দ্বিতীয় বর্ষের ফল প্রত্যাশী ও মডেল একাডেমির শিক্ষক ইফতেখার মাহমুদ মাহিন আমার সাথে একাত্ম হয়ে এ পাঠশালা প্রতিষ্ঠা করেছি। আমরা পথশিশুদের সঙ্গে কথা বলেছি। তাদের নিয়ে বৈঠক করেছি। মাত্র কয়েকদিনের পরিশ্রমের ফসল আমরা পেয়েছি। প্রায় ২০ জন পথকলিকে নিয়ে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যাত্রা শুরু হয়েছে পথকলি একাডেমির। আমরা নিজ অর্থায়নে ওই শিশুদের খাতা-কলম-পেন্সিল-রাবার-কাটার ক্রয় করে দিয়েছি। প্রতি শুক্রবার যেহেতু দুই ঘণ্টার শ্রেণি কার্যক্রম চলবে তাই ওই সময়ে তাদের জন্য সামান্য নাস্তারও ব্যবস্থা আমরা করছি। এছাড়া তাদের মানসম্মত পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মাহফুজ সুমন।