ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই মুহূর্তে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা মা-বাবা চাননি অপু বিশ্বাস পৃথিবীতে আসুক প্রধান উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো ট্রাম্পের জন্য রেখে যাওয়া চিঠিতে যা লিখেছেন বাইডেন কেন্দ্রীয় কার্যালয়ে আসলেই কী ঘটেছিল, ব্যাখ্যা দিলেন সমন্বয়ক রিফাত মালয়েশিয়া যেতে না পেরে বিক্ষোভ, মন্ত্রণালয়ের সামনে অবস্থান ১০ তলা থেকে পড়ে প্রাণ গেল সম্রাটের শাহীন চাকলাদারের ৪ বছর কারাদণ্ড জানালেন বেবিচক চেয়ারম্যান বিমানে বোমা থাকার ‘খবর’ এসেছিল পাকিস্তানি নম্বর থেকে

একজন শিল্পীর বড় অর্জন হচ্ছে তার মৌলিক গান

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর এখন স্টেজ প্রোগ্রাম নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। দেশের বিভিন্ন স্থানে শো করছেন তিনি। দেশের টানা শো-এর শিডিউলের কারণে দেশের বাইরের শোতে তেমন একটা সময় দিতে পারছেন না । তবে অবাক করার বিষয় হলো গত ২০ বছর ধরে আঁখির স্টেজ ব্যস্ততা একই রকম। তার শিডিউল মেলাই ভার। এ বিষয়ে তিনি বলেন, আমি গত ২০ বছর ধরেই স্টেজে একই গতিতে পারফর্ম করছি। এখন হয়তো ফেসবুকের কল্যাণে ছবিগুলো প্রকাশ করি। বিভিন্ন স্থানে শো করতে গেলে চেকইন দেই। তাই মানুষও বেশি জানছে। কিন্তু আগে এত্তসব ছিলো না। তাই সবাই হয়তো আগের বিষয়টি জানেন না। তবে টানা ২০ বছর স্টেজে কাজ করে আমি শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি সেটা অমূল্য। আমি এদিক দিয়ে বেশ সৌভাগ্যবতী। এভাবেই আরও দীর্ঘ সময় স্টেজে গান করে যেতে চাই। এদিকে একক অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে একটা বিরতি নিয়েছিলেন আঁখি। এ বিরতিতে নতুন কোন গানের কাজেও হাত দেননি তিনি। তবে সম্প্রতি নতুন কিছু গান তৈরি করছেন । এরই মধ্যে আসিফ আকবরের আর্ব এন্টারটেইনমেন্ট থেকে শুরু করেছেন নতুন একক অ্যালবামের কাজ। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘প্রজেক্ট আঁখি আলমগীর’। এখানে আঁখির একক গান ছাড়াও  থাকবে আসিফের সঙ্গে দ্বৈত গান। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে প্রকাশ হয়েছে আঁখি ও আসিফের নতুন গান ‘বেসামাল মন’। এ গানটির কথা, সুর ও সংগীত করেছেন শ্রী প্রিতম। আগামী কিছুদিনের মধ্যেই বাকি গানগুলোর কাজ করার কথা রয়েছে। এ অ্যালবামটি বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে প্রকাশ করবেন আঁখি। এছাড়া নতুন আরও একটি গান তিনি করেছেন শওকত আলী ইমনের সুর ও সংগীতে। গানের নাম ‘ফাল্গুণে কৃষ্ণচূড়া’। এর কথা লিখেছেন কবির বকুল। এরই মধ্যে এ গানটিতে কন্ঠ দিয়েছেন তিনি। এর বাইরে কিশোরের সুর ও সংগীতে একটি নতুন গান করেছেন আঁখি। সব মিলিয়ে  গানের নতুন চমক নিয়ে সামনে শ্রোতা-দর্শকের সামনে আসছেন এ সংগীত তারকা। এ গান ও অ্যালবামগুলোর মাধ্যমে চলতি বছর জুড়ে সরব থাকবেন আঁখি। এদিকে অডিওর বাইরে চলচ্চিত্রের গানেও বেশ ব্যস্ত এখন তিনি। সব মিলিয়ে মিউজিক ইন্ডস্ট্রির অবস্থা কেমন দেখছেন? উত্তরে আঁখি বলেন, অডিও ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছিলো। তবে ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। এটা একটা আশার খবরও বটে। অনেক মাধ্যম তৈরি হয়েছে আয়ের। এখনতো ইউটিউব থেকেও আয় আসছে। আমার মনে হয় সামনে অবস্থা আরও ভালোর দিকে যাবে। এই সময়ের তরুণরা সংগীতে কেমন করছে বলে মনে করেন? আঁখি বলেন, এখন তরুণরা সংগীতে অনেক ভালো করছে। অনেক ভালো গীতিকার, সুরকার, শিল্পীর আবির্ভাব ঘটেছে। তবে অন্যের গানের চেয়ে নিজের মৌলিক গানের উপর জোর দিতে হবে। একজন শিল্পীর বড় অর্জন হচ্ছে তার মৌলিক গান। এখন অনেকেই অন্যের গান কাভার করছেন। সেটা দোষের কিছু নয়। তবে আগে নিজের মৌলিক গানের উপর গুরুত্ব দিতে হবে। কারণ মৌলিক গান শিল্পীর নিজস্বতা বহন

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

এই মুহূর্তে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

একজন শিল্পীর বড় অর্জন হচ্ছে তার মৌলিক গান

আপডেট টাইম : ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর এখন স্টেজ প্রোগ্রাম নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। দেশের বিভিন্ন স্থানে শো করছেন তিনি। দেশের টানা শো-এর শিডিউলের কারণে দেশের বাইরের শোতে তেমন একটা সময় দিতে পারছেন না । তবে অবাক করার বিষয় হলো গত ২০ বছর ধরে আঁখির স্টেজ ব্যস্ততা একই রকম। তার শিডিউল মেলাই ভার। এ বিষয়ে তিনি বলেন, আমি গত ২০ বছর ধরেই স্টেজে একই গতিতে পারফর্ম করছি। এখন হয়তো ফেসবুকের কল্যাণে ছবিগুলো প্রকাশ করি। বিভিন্ন স্থানে শো করতে গেলে চেকইন দেই। তাই মানুষও বেশি জানছে। কিন্তু আগে এত্তসব ছিলো না। তাই সবাই হয়তো আগের বিষয়টি জানেন না। তবে টানা ২০ বছর স্টেজে কাজ করে আমি শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি সেটা অমূল্য। আমি এদিক দিয়ে বেশ সৌভাগ্যবতী। এভাবেই আরও দীর্ঘ সময় স্টেজে গান করে যেতে চাই। এদিকে একক অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে একটা বিরতি নিয়েছিলেন আঁখি। এ বিরতিতে নতুন কোন গানের কাজেও হাত দেননি তিনি। তবে সম্প্রতি নতুন কিছু গান তৈরি করছেন । এরই মধ্যে আসিফ আকবরের আর্ব এন্টারটেইনমেন্ট থেকে শুরু করেছেন নতুন একক অ্যালবামের কাজ। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘প্রজেক্ট আঁখি আলমগীর’। এখানে আঁখির একক গান ছাড়াও  থাকবে আসিফের সঙ্গে দ্বৈত গান। তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে প্রকাশ হয়েছে আঁখি ও আসিফের নতুন গান ‘বেসামাল মন’। এ গানটির কথা, সুর ও সংগীত করেছেন শ্রী প্রিতম। আগামী কিছুদিনের মধ্যেই বাকি গানগুলোর কাজ করার কথা রয়েছে। এ অ্যালবামটি বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে প্রকাশ করবেন আঁখি। এছাড়া নতুন আরও একটি গান তিনি করেছেন শওকত আলী ইমনের সুর ও সংগীতে। গানের নাম ‘ফাল্গুণে কৃষ্ণচূড়া’। এর কথা লিখেছেন কবির বকুল। এরই মধ্যে এ গানটিতে কন্ঠ দিয়েছেন তিনি। এর বাইরে কিশোরের সুর ও সংগীতে একটি নতুন গান করেছেন আঁখি। সব মিলিয়ে  গানের নতুন চমক নিয়ে সামনে শ্রোতা-দর্শকের সামনে আসছেন এ সংগীত তারকা। এ গান ও অ্যালবামগুলোর মাধ্যমে চলতি বছর জুড়ে সরব থাকবেন আঁখি। এদিকে অডিওর বাইরে চলচ্চিত্রের গানেও বেশ ব্যস্ত এখন তিনি। সব মিলিয়ে মিউজিক ইন্ডস্ট্রির অবস্থা কেমন দেখছেন? উত্তরে আঁখি বলেন, অডিও ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছিলো। তবে ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। এটা একটা আশার খবরও বটে। অনেক মাধ্যম তৈরি হয়েছে আয়ের। এখনতো ইউটিউব থেকেও আয় আসছে। আমার মনে হয় সামনে অবস্থা আরও ভালোর দিকে যাবে। এই সময়ের তরুণরা সংগীতে কেমন করছে বলে মনে করেন? আঁখি বলেন, এখন তরুণরা সংগীতে অনেক ভালো করছে। অনেক ভালো গীতিকার, সুরকার, শিল্পীর আবির্ভাব ঘটেছে। তবে অন্যের গানের চেয়ে নিজের মৌলিক গানের উপর জোর দিতে হবে। একজন শিল্পীর বড় অর্জন হচ্ছে তার মৌলিক গান। এখন অনেকেই অন্যের গান কাভার করছেন। সেটা দোষের কিছু নয়। তবে আগে নিজের মৌলিক গানের উপর গুরুত্ব দিতে হবে। কারণ মৌলিক গান শিল্পীর নিজস্বতা বহন