ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আবারো বিশেষ শিশুদের পাশে শুভ

বাঙালী কণ্ঠ নিউজঃ ‘বিশেষ শিশু’ যাদের সমাজ বলে থাকে ‘বুদ্ধি প্রতিবন্ধী’ তাদের নিয়ে নির্মিত ‘অস্তিত্ব’-এ এর আগে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। সিনেমাটির মাধ্যমে একটি সামাজিক বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন। আবার আবারো তাদের পাশে শুভ। আজ সোমবার সকালে ‘অ্যাঞ্জেল শেফ’ নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করেন তিনি। যেটি কিনা পরিচালিত হবে ‘বিশেষ শিশু’দের দ্বারা। যাদেরকে প্রশিক্ষণ দিয়েছে ‘বিএফডিএ’ নামক একটি সংস্থা।

শুভ জানান, আপাতত সুপারচেইন শপ ‘স্বপ্ন’র গুলশান-১ শাখায় রেস্টুরেন্টি চালু করা হয়েছে। যেখানে থাকবে লাইভ কিচেন। বিশেষ শিশুরা তাদের বানানো নানান খাবার সেখানে পরিবেশন করবে।

কেন তাদের পাশে? শুভ বলেন, ‘আমরা এ সকল শিশুকে নানাভাবে কটূক্তি করি। কিন্তু তারা আমাদের চেয়েও আলাদা কিছু গুণ নিয়ে জন্মায়। যার কারণে তারা অন্যদের চেয়ে ব্যতিক্রম। এদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে।’

‘এরা যে রেস্টুরেন্ট দিয়েছে সেখানকার খাবার অন্য আর দশটা রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত। অন্যদের মত এরা আপনাকে ঠকাবে না’— উল্লেখ করলেন শুভ।

রেস্টুরেন্টটির ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করবেন শুভ। রোযার ঈদের পর শুভ একদিন ‘অ্যাঞ্জেল শেফ’-এ খাবার পরিবেশন করবেন। এক ঘণ্টার এ পরিবেশনে খাবারগুলো ‘বিশেষ শিশু’দেরই বানানো থাকবে। শুভ জানালেন আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আগামীকাল ১ মে থেকে শুভ কলকাতায় যাচ্ছেন রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’র শুটিং করতে। সেখানে ২৭ মে পর্যন্ত শুটিং করে দেশে ফিরবেন। ফিরে নতুন দুটি সিনেমার কথা ঘোষণা করবেন বলে জানালেন।

Tag :
আপলোডকারীর তথ্য

আবারো বিশেষ শিশুদের পাশে শুভ

আপডেট টাইম : ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮

বাঙালী কণ্ঠ নিউজঃ ‘বিশেষ শিশু’ যাদের সমাজ বলে থাকে ‘বুদ্ধি প্রতিবন্ধী’ তাদের নিয়ে নির্মিত ‘অস্তিত্ব’-এ এর আগে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। সিনেমাটির মাধ্যমে একটি সামাজিক বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন। আবার আবারো তাদের পাশে শুভ। আজ সোমবার সকালে ‘অ্যাঞ্জেল শেফ’ নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করেন তিনি। যেটি কিনা পরিচালিত হবে ‘বিশেষ শিশু’দের দ্বারা। যাদেরকে প্রশিক্ষণ দিয়েছে ‘বিএফডিএ’ নামক একটি সংস্থা।

শুভ জানান, আপাতত সুপারচেইন শপ ‘স্বপ্ন’র গুলশান-১ শাখায় রেস্টুরেন্টি চালু করা হয়েছে। যেখানে থাকবে লাইভ কিচেন। বিশেষ শিশুরা তাদের বানানো নানান খাবার সেখানে পরিবেশন করবে।

কেন তাদের পাশে? শুভ বলেন, ‘আমরা এ সকল শিশুকে নানাভাবে কটূক্তি করি। কিন্তু তারা আমাদের চেয়েও আলাদা কিছু গুণ নিয়ে জন্মায়। যার কারণে তারা অন্যদের চেয়ে ব্যতিক্রম। এদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে।’

‘এরা যে রেস্টুরেন্ট দিয়েছে সেখানকার খাবার অন্য আর দশটা রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত। অন্যদের মত এরা আপনাকে ঠকাবে না’— উল্লেখ করলেন শুভ।

রেস্টুরেন্টটির ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করবেন শুভ। রোযার ঈদের পর শুভ একদিন ‘অ্যাঞ্জেল শেফ’-এ খাবার পরিবেশন করবেন। এক ঘণ্টার এ পরিবেশনে খাবারগুলো ‘বিশেষ শিশু’দেরই বানানো থাকবে। শুভ জানালেন আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আগামীকাল ১ মে থেকে শুভ কলকাতায় যাচ্ছেন রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’র শুটিং করতে। সেখানে ২৭ মে পর্যন্ত শুটিং করে দেশে ফিরবেন। ফিরে নতুন দুটি সিনেমার কথা ঘোষণা করবেন বলে জানালেন।