ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রিয়াজ-নাদিয়া একসঙ্গে

জনপ্রিয় অভিনেতা রিয়াজ ও নাদিয়া আহমেদ একসঙ্গে একটি নাটকে কাজ করলেন। নাটকের গল্পে দেখা যাবে, ছোট্ট এক বালিকা নাদিয়াকে দেখেই ‘মা’ ডাকা শুরু করে। নাদিয়া অবাক। তার তো বিয়েই হয়নি। সে কীভাবে মা হলো! পরে অবশ্য ভাবলেন, মেয়েটার মা হয়তো মারা গেছে। আর মেয়েটাও নাছোড়। নাদিয়াকে নিয়ে হাজির হলেন বাসায়। বাসায় গিয়ে দেখেন মেয়েটার বাবা রিয়াজ। রিয়াজ জানায় মেয়েটার মায়ের চেহারা হুবহু নাদিয়ার মতো। অনেক দিন আগে হারিয়ে গেছে। তারপর থেকে তাকে হন্যে হয়ে খুঁজছে মাকে। হারানো মাকে খুঁজে পাওয়ার পর আর কিছুতেই হারাতে চায়না সে। অন্যদিকে মেয়েটার প্রতি নাদিয়ার ভালোবাসা জন্মে যায়। বলতে পারেনা, সে তার আসল মা নয়। ‘এ কেমন কাছে আসা’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ জনি। এতে আরো অভিনয় করেছেন নাঈম। আসন্ন ঈদে নাটকটি প্রচারিত হবে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

রিয়াজ-নাদিয়া একসঙ্গে

আপডেট টাইম : ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০১৬
জনপ্রিয় অভিনেতা রিয়াজ ও নাদিয়া আহমেদ একসঙ্গে একটি নাটকে কাজ করলেন। নাটকের গল্পে দেখা যাবে, ছোট্ট এক বালিকা নাদিয়াকে দেখেই ‘মা’ ডাকা শুরু করে। নাদিয়া অবাক। তার তো বিয়েই হয়নি। সে কীভাবে মা হলো! পরে অবশ্য ভাবলেন, মেয়েটার মা হয়তো মারা গেছে। আর মেয়েটাও নাছোড়। নাদিয়াকে নিয়ে হাজির হলেন বাসায়। বাসায় গিয়ে দেখেন মেয়েটার বাবা রিয়াজ। রিয়াজ জানায় মেয়েটার মায়ের চেহারা হুবহু নাদিয়ার মতো। অনেক দিন আগে হারিয়ে গেছে। তারপর থেকে তাকে হন্যে হয়ে খুঁজছে মাকে। হারানো মাকে খুঁজে পাওয়ার পর আর কিছুতেই হারাতে চায়না সে। অন্যদিকে মেয়েটার প্রতি নাদিয়ার ভালোবাসা জন্মে যায়। বলতে পারেনা, সে তার আসল মা নয়। ‘এ কেমন কাছে আসা’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ জনি। এতে আরো অভিনয় করেছেন নাঈম। আসন্ন ঈদে নাটকটি প্রচারিত হবে।