এয়ারপোর্ট সড়কের দু’পাশ সাজছে বনসাই দিয়ে। আমরা দু’চারফুট উঁচু যেমন বনসাই দেখি, এগুলো তার চেয়ে ভিন্ন প্রকৃতির। ১২ থেকে ১৫ ফুট উঁচু এই বনসাইগুলোর মোটা গুঁড়ির আগায় সবুজ পাতায় ছাওয়া। এক সঙ্গে অনেক বনসাই দেখলে চোখ জুড়ায়। বনসাইগুলো আনা হয়েছে থাইল্যান্ড থেকে। দুই হাজার বনসাইয়ের সবগুলোই শত বছর বয়সী। এয়ারপোর্ট থেকে শহরে প্রবেশ করলে সেখান থেকে র্যাডিসন হোটেল পর্যন্ত বনসাই লাগানোর কাজ প্রায় শেষ হয়েছে। কোথাও ঠায় দাঁড়িয়ে আছে গাছগুলো। কোথাও স্থাপন করা হচ্ছে মাত্র। বাকিগুলো দ্রুতই পথে এসে দাঁড়াবে। পৃথিবীর সব দেশেই এয়ারপোর্ট থেকে শহরে প্রবেশের পথ মনোরমভাবে সাজানো থাকে। এবার আমাদের সড়কটি অনাবিল সৌন্দর্যে সাজছে। শুধু বনসাই নয়, এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত রাস্তার দু’পাশে থাকছে আধুনিক যাত্রী ছাউনি, অসংখ্য গার্ডেন বেঞ্চ, আধুনিক ডাস্টবিন। সেসব ডাস্টবিনে থাকবে তাপমাত্রা নির্ণয়, দিন ও সময় জানানোর যন্ত্র। নানারকম সুবিধা সংবলিত ও মনোরমভাবে সাজানো এই এলাকায় দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যেন পার না পায়, তার জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা। যা-ই হোক এই সড়কের সুন্দর সাজ টিকে থাকবে আশা করা যায়। অপরদিকে পরিবেশবাদীরা ভিন্নমত পোষণ করছেন। তারা আগে থেকেই বিরোধিতা করছে বনসাই নিয়ে। তার মধ্যে ভিনদেশি বনসাই আমদানি। দেশি গাছ কেটে বনসাই ভালোভাবে নিচ্ছে না তারা। ভেতরে ক্ষোভ থাকলেও প্রকাশ করছে না তারা। অপরদিকে বনসাইপ্রেমী ও সাধারণ মানুষ এই সাজের প্রশংসাই করছেন। সওজ ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধানে ‘বনানী ওভারপাস-এয়ারপোর্ট মোড় বিউটিফিকেশন’-এর কাজ করছে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ।
সংবাদ শিরোনাম :
নিক্সন চৌধুরীকে গ্রেপ্তারের গুঞ্জন, শেষে কী জানা গেল
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২, একাধিক নিখোঁজ
দাবানলে পুড়েছে সাঁতারুর ১০ অলিম্পিক পদক
শপথ নিলেন মাদুরো, বিরোধীরা বলছে ‘ক্যু’
ভালো আছেন খালেদা জিয়া
সবজিতে স্বস্তি, মাছ-মুরগি-চালের দামে আগুন
যুক্তরাজ্য সরকার টিউলিপের বিকল্প খুঁজছে
মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না: আমীর খসরু
জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়েনি: নজরুল ইসলাম খান
লন্ডন যেতে পারলেন না নিপুণ, ঢাকায় ফেরত
ঢাকার সড়কের বনসাই ভিনদেশি বনসাই
- বাঙ্গালী কণ্ঠ ডেস্ক
- আপডেট টাইম : ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭
- 477
Tag :
জনপ্রিয় সংবাদ