যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট পদে লড়াই করার জন্য মনোনয়ন পেয়েছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। জনসমর্থন পেলে হয়ে যেতে পারেন প্রথম মার্কিন প্রেসিডেন্টও। ইতিমধ্যে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা সমর্থন দিয়েছেন তাকে।
১৯৪৭ সালের ২৬ অক্টোবর জন্ম নেন বিশ্বব্যাপী আলোচিত যুক্তরাষ্ট্রের এই নারী রাজনীতিবিদ। শিকাগোতে বেড়ে ওঠা হিলারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিসেবে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন মার্কিন ফার্স্ট লেডি। পার্ক রিজে প্রাথমিক বিদ্যালয় আর মাইন সাউথ হাইস্কুলে মাধ্যমিক শেষ করে ১৯৬৫ সালে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েলেসলি কলেজের রাষ্ট্রবিজ্ঞানে ভার্তি হন তিনি।
হৈ-হুল্লোর আর নানা রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কেটেছে হিলারির কলেজ জীবন। কলেজ ছাত্র সংসদের নির্বাচন নিয়ে সময় কেটেছে তার। কলেজ জীবনে শিক্ষকদেরও প্রিয় ছাত্রী ছিলেন সাবেক এই মার্কিন ফার্স্ট লেডি। তার কলেজ জীবনের অসাধারণ কিছু ছবি তুলে ধরা হলো এখানে: