বাঙালী কণ্ঠ নিউজঃ দেশে বেড়েছে লেবু জাতীয় ফসলের উৎপাদন, হচ্ছে রপ্তানি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাইট্রাস ডেভেলপমেন্ট (১ম সংশোধিত) প্রকল্প বাস্তাবায়নে দেশে প্রতি বছর অতিরিক্ত ১০২ কোটি টাকা বাজার দামের লেবু জাতীয় ফসল উৎপাদন হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীন জানান, দেশে লেবু জাতীয় ফসলের উৎপাদন দিন দিন বাড়ছে। ইতোমধ্যে ২৫০ মেট্রিক টন জারা লেবুসহ ৮৫০ টন লেবু বিদেশে রপ্তানী হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাইট্রাস ডেভেলপমেন্ট (১ম সংশোধিত) প্রকল্প বাস্তাবায়নে লেবু উৎপাদনের এই অভাবিত সাফল্য ধরা দিয়ে দিয়েছে।
২০১৩ সালের জুলাই মাস থেকে শুরু হওয়া ৫ বছর মেয়াদি প্রকল্পটি চলতি অর্থবছরের(২০১৭-২০১৮) ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। লিড এজেন্সী হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই) এবং সহযোগি সংস্থা হয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট(বারি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৫ লাখ টাকা। ৩টি পার্বত্য জেলা অর্থাৎ খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানসহ ১৭টি জেলার ৬৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।
এ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারি পরিচালক কৃষিবিদ মো. ফরিদুল হাসান জানান, ৫ বছরে এ প্রকল্পের মাধ্যমে লেবুর এলাকা ৪২ ভাগ এবং উৎপাদন বেড়েছে শতকরা ২৩ ভাগ। মাল্টার এলাকা ২৯৬ ভাগ এবং উৎপাদন বেড়েছে ২৭৭ ভাগ। কমলার এলাকা বেড়েছে ১৩ ভাগ ও উৎপাদন বেড়েছে ১১ ভাগ এবং বাতাবী লেবুর এলাকা ২৭ ভাগ এবং উৎপাদন ২২ ভাগ বেড়েছে।
প্রকল্পের আওতায় লাগানো গাছ থেকে প্রতিবছর অতিরিক্ত ৮শ ৩৮ মেট্রিক টন কমলা, ৮ হাজার ১৫২ মেট্রিক টন মাল্টা, ৬শ ২৯ মেট্রিক টন বাতাবী লেবু ২হাজার ৮৫১ মেট্রিক টন লেবু পাওয়া যাবে। যার বাজার মূল্য ১০২ কোটি টাকা। প্রকল্পটির ধারাবাহিকতা ধরে রাখতে ডিএই ২৯টি জেলার ১২৩টি উপজেলায় লেবু জাতীয় ফসল সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি শীর্ষক আরেকটি নতুন প্রকল্প নিয়েছে।