ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এক কলাগাছে ৫৫ মোচা

বাঙালী কণ্ঠ ডেস্কঃ গাছ মাত্র একটি। কিন্তু সেই গাছে মোচা ধরেছে ৫৫টি ! ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দেউল মথুরাপুরের একটি কলাগাছে।

জানা যায়, গাছটির মালিক দেউল মথুরাপুর গ্রামের মৃত. জলিল শেখের ছেলে মো. সেলিম শেখ। ওই গাছের মোচাগুলো দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমাচ্ছে।

সেলিম শেখ জানান, তিনি জনতার ভিড় দেখে কলাগাছটি তুলে জনগণের দেখার সুবিধার জন্য মধুখালী-বালিয়াকান্দি ফিডার সড়কের পাশে লাগিয়েছেন। কিন্তু এতে কলার মোচাগুলো শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গাছের ৫৫টি মোচা প্রায় ৩০দিন যাবত ধরে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

এক কলাগাছে ৫৫ মোচা

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮

বাঙালী কণ্ঠ ডেস্কঃ গাছ মাত্র একটি। কিন্তু সেই গাছে মোচা ধরেছে ৫৫টি ! ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দেউল মথুরাপুরের একটি কলাগাছে।

জানা যায়, গাছটির মালিক দেউল মথুরাপুর গ্রামের মৃত. জলিল শেখের ছেলে মো. সেলিম শেখ। ওই গাছের মোচাগুলো দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমাচ্ছে।

সেলিম শেখ জানান, তিনি জনতার ভিড় দেখে কলাগাছটি তুলে জনগণের দেখার সুবিধার জন্য মধুখালী-বালিয়াকান্দি ফিডার সড়কের পাশে লাগিয়েছেন। কিন্তু এতে কলার মোচাগুলো শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। গাছের ৫৫টি মোচা প্রায় ৩০দিন যাবত ধরে আছে।