ঢাকা , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে বাসায় ঢুকে হত্যা

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘরে ঢুকে মুন্নি আক্তার(১৩) নামে এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে এক বখাটে। ঘটনার পর থেকে ঘাতক আরাফাত পলাতক। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুন্নি আক্তার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া নয়াপাড়া এলাকার শহীদ মিয়ার মেয়ে । সে স্থানীয় চাপাইর বিবিএ উচ্চ বিদ্যালয়ের জিএসসি পরীক্ষার্থী ছিল।

জানা গেছে, আরাফাত বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায় ১ বছর ধরে বিভিন্ন সময় মুন্নিকে উত্ত্যক্ত করে আসছিল। তাকে প্রেমের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় কিছু দিন ধরে রাস্তায়


তাকে নানাভাবে ভয়ভীতি দেখাতো। মুন্নি বিষয়টি তার মা-বাবাকে জানায়। পরে মুন্নির মা-বাবা আরাফাতের পরিবারকে এ ব্যাপারে জানালেও কোনও ব্যবস্থা নেয়নি তারা বরং আরাফাত উল্টো তাদের হুমকি দেয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘাতক আরাফাত গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলার চাপাইর বেপারীপাড়া এলাকার আতাউর সরকারের ছেলে।

গত সোমবার রাতে পাশের এক বাড়ির অনুষ্ঠানে মুন্নির পরিবারের লোকজন সেখানে যায়। মুন্নি তখন একা বাসায় থাকায় আরাফাত পূর্বপরিকল্পিতভাবে মুন্নির ঘরে ঢুকে পড়ে। পরে রাতের কোনও এক সময় আরাফাত তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

নিহত মুন্নির মা রিমা বেগম জানান, মঙ্গলবার ভোরে আরাফাতকে বাড়ির কাছে দেখতে পান তিনি। এত সকালে এখানে আসার কারণ জিজ্ঞাসা করতেই আরাফাত দৌঁড়ে পালিয়ে যায়। পরে মুন্নির ঘরে গিয়ে বিছানার ওপর গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি।

তিনি অভিযোগ করেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় আরাফাত ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে শ্বাসরোধে তার মেয়েকে হত্যা করেছে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুলছাত্রীকে বাসায় ঢুকে হত্যা

আপডেট টাইম : ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ঘরে ঢুকে মুন্নি আক্তার(১৩) নামে এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে এক বখাটে। ঘটনার পর থেকে ঘাতক আরাফাত পলাতক। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। পরে দুপুরে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুন্নি আক্তার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া নয়াপাড়া এলাকার শহীদ মিয়ার মেয়ে । সে স্থানীয় চাপাইর বিবিএ উচ্চ বিদ্যালয়ের জিএসসি পরীক্ষার্থী ছিল।

জানা গেছে, আরাফাত বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রায় ১ বছর ধরে বিভিন্ন সময় মুন্নিকে উত্ত্যক্ত করে আসছিল। তাকে প্রেমের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় কিছু দিন ধরে রাস্তায়


তাকে নানাভাবে ভয়ভীতি দেখাতো। মুন্নি বিষয়টি তার মা-বাবাকে জানায়। পরে মুন্নির মা-বাবা আরাফাতের পরিবারকে এ ব্যাপারে জানালেও কোনও ব্যবস্থা নেয়নি তারা বরং আরাফাত উল্টো তাদের হুমকি দেয়।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ঘাতক আরাফাত গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর উপজেলার চাপাইর বেপারীপাড়া এলাকার আতাউর সরকারের ছেলে।

গত সোমবার রাতে পাশের এক বাড়ির অনুষ্ঠানে মুন্নির পরিবারের লোকজন সেখানে যায়। মুন্নি তখন একা বাসায় থাকায় আরাফাত পূর্বপরিকল্পিতভাবে মুন্নির ঘরে ঢুকে পড়ে। পরে রাতের কোনও এক সময় আরাফাত তাকে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।

নিহত মুন্নির মা রিমা বেগম জানান, মঙ্গলবার ভোরে আরাফাতকে বাড়ির কাছে দেখতে পান তিনি। এত সকালে এখানে আসার কারণ জিজ্ঞাসা করতেই আরাফাত দৌঁড়ে পালিয়ে যায়। পরে মুন্নির ঘরে গিয়ে বিছানার ওপর গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি।

তিনি অভিযোগ করেন, প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় আরাফাত ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে শ্বাসরোধে তার মেয়েকে হত্যা করেছে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।