বাঙালী কণ্ঠ নিউজঃ বাংলাদেশের প্রথম যোগাযোগভিত্তিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ সফল উৎক্ষেপণে দেশটিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ রবিবার ট্যুইট করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে এই অভিনন্দন জানান সুষমা।
শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি। এটিকে মহাকাশে পৌঁছে দিয়ে নিজের কক্ষপথে ফিরে আসে মহাকাশ গবেষণা সংস্থা স্পেশ এক্স’এর ফ্যালকন-৯ রকেট।
রবিবার ট্যুইট বার্তায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী জানান, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণে বাংলাদেশ সরকার ও সেদেশের মানুষকে আন্তরিক অভিনন্দন’।