ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৫১২ জিবির মেমরি কার্ড

বাঙালী কণ্ঠ নিউজঃ গুগল ঘাঁটলে একটা ছবি সহজেই পাওয়া যায়। ৫ এমবির একটা হার্ড ড্রাইভ অনেক কায়দা করে নিয়ে জাহাজ থেকে নামানো হচ্ছে। ঢাউস সেই বাক্সকে দেখে চমকে যেতে হয়। ওইটুকু মেমরিকে নিয়েই নাজেহাল সবাই। ১৯৫৬ সালের সেই পৃথিবী গত কয়েক দশকে বদলেছে তুমুল। ফোন বা কম্পিউটারের মেমরি বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কিন্তু এ বার স্যামসাং যা ঘোষণা করল, তার থেকে পরিষ্কার, কয়েক বছরেই আজকের মেমরি কার্ডকে অবিশ্বাস্য মনে হতে পারে।

৫১২ জিবির মেমরি কার্ড এবার বাজারে আনতে চলেছে স্যামসাং! এই মেমরি কার্ডে থাকবে ৬৪টি স্তর।

স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেমরি কার্ডের গতি হবে ৮৬০ এমবি প্রতি সেকেন্ডে। বর্তমানে যা মেমরি কার্ড পাওয়া যায়, তার থেকে ৮ গুণ দ্রুত ডেটা ট্রান্সফার করা যাবে এই মেমরি কার্ড দিয়ে।

নতুন প্রজন্মের জন্য তৈরি এই ৫১২ জিবির মেমরি কার্ডে ১০ মিনিটের ১৩০টি ৪ হাজার আলট্রা এইচডি ভিডিও রাখা যাবে।

এর ফলে মোবাইল ব্যবহারকারীরা সিমলেস মাল্টিমিডিয়া অভিজ্ঞতার সাক্ষী হবেন। সূত্র: এবেলা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

৫১২ জিবির মেমরি কার্ড

আপডেট টাইম : ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ গুগল ঘাঁটলে একটা ছবি সহজেই পাওয়া যায়। ৫ এমবির একটা হার্ড ড্রাইভ অনেক কায়দা করে নিয়ে জাহাজ থেকে নামানো হচ্ছে। ঢাউস সেই বাক্সকে দেখে চমকে যেতে হয়। ওইটুকু মেমরিকে নিয়েই নাজেহাল সবাই। ১৯৫৬ সালের সেই পৃথিবী গত কয়েক দশকে বদলেছে তুমুল। ফোন বা কম্পিউটারের মেমরি বেড়েছে লাফিয়ে লাফিয়ে। কিন্তু এ বার স্যামসাং যা ঘোষণা করল, তার থেকে পরিষ্কার, কয়েক বছরেই আজকের মেমরি কার্ডকে অবিশ্বাস্য মনে হতে পারে।

৫১২ জিবির মেমরি কার্ড এবার বাজারে আনতে চলেছে স্যামসাং! এই মেমরি কার্ডে থাকবে ৬৪টি স্তর।

স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেমরি কার্ডের গতি হবে ৮৬০ এমবি প্রতি সেকেন্ডে। বর্তমানে যা মেমরি কার্ড পাওয়া যায়, তার থেকে ৮ গুণ দ্রুত ডেটা ট্রান্সফার করা যাবে এই মেমরি কার্ড দিয়ে।

নতুন প্রজন্মের জন্য তৈরি এই ৫১২ জিবির মেমরি কার্ডে ১০ মিনিটের ১৩০টি ৪ হাজার আলট্রা এইচডি ভিডিও রাখা যাবে।

এর ফলে মোবাইল ব্যবহারকারীরা সিমলেস মাল্টিমিডিয়া অভিজ্ঞতার সাক্ষী হবেন। সূত্র: এবেলা