বাঙালী কণ্ঠ নিউজঃ চতুর্থ প্রজন্মের মোবাইল ইন্টারনেট সেবা ফোরজির আওতায় এসেছে গ্রামীণফোনের ৫০ লাখ গ্রাহক। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সাড়ে ৮ মাসে ৫০ লাখের মাইলফলক স্পর্শ করল গ্রামীণফোন। একই সময়ে রবি পেয়েছে ৪০ লাখ গ্রাহক আর বাংলালিংকের হয়েছে ১০ লাখের মতো।
বিটিআরসি সূত্রে জানা গেছে, দেশে তিন অপারেটর মিলে ফোরজি গ্রাহক এখন এক কোটির খুব কাছাকাছি। নানা কারণে ফোরজি হ্যান্ডসেটের সম্প্রসারণ থমকে আছে। গ্রাহকও বাড়ছে না। আর অপারেটররা বলছেন, তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ কাজ প্রতিনিয়ত বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে ফোরজি ব্যবহারকারীও।
গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান বলেন, মান সম্মত ফোরজি ডিভাইসের উচ্চমূল্য এবং ইকোসিস্টেমে এসব ডিভাইসের অভাব থাকায় বাজারে এর প্রভাব রয়েছে। এমন প্রেক্ষাপটে গ্রামীণফোনের ৫০ লাখের এই সাফল্য কোম্পানির জন্য একটি বড় অর্জন।
উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি দেশে চতুর্থ প্রজেন্মর সেবার যুগ শুরু হয়। আর এপ্রিল মাসের মাঝামাঝি পর্যায়ে আসতে ফোরজি সংযোগ ২৫ লাখে পৌঁছায়। জুনে এসে দাড়ায় ৬০ লাখে।