ঢাকা , বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা কুড়াচ্ছে যে রংধনু সাপ

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সাপ। শুধুমাত্র এই শব্দটিই অনেকের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে ‘মাই লাভ’ বা আমার ভালোবাসা নামের এই রংধনু সাপটি যারা একদমই সাপের নাম শুনতে পারেন না, তাদেরও মন জয় করে নিতে সক্ষম।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে রংধনু রংয়ের ওই সাপ। রেপটাইল জু নামে একটা ইনস্টাগ্রামে পেজে ‘মাই লাভ’ নামের ওই সাপটির ভিডিও শেয়ার করা হয়। ভিডিও’র ক্যাপশনে লেখা হয়েছে, মাই লাভের বর্ণিলতা কখনো মলিন হয় না।

ওই ভিডিওতে দেখা গেছে, একজন নারী, যিনি সম্ভবত চিড়িয়াখানার কর্মী, বিশাল ওই সাপকে তার ঘাড়ে ঝুলিয়ে রেখে ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে আছেন। সাপটির রংধুন রংয়ের চামড়া ঝলমল করছে।

প্রথম দেখায় সাপটিকে নীল রঙের মনে হয়। তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় দিনের আলোতে সাপটির চামড়া থেকে রংধনুর রং ছড়ায়।

ফারানসিয়া এরিট্রোগ্রামা গোত্রে এই সাপটি রংধনু সাপ নামেই বেশি পরিচিত। আকারে বিশাল,নির্বিষ এই সাপ পানিতে থাকে।এই প্রজাতির সাপ সাধারণত যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলে দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ভালোবাসা কুড়াচ্ছে যে রংধনু সাপ

আপডেট টাইম : ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১

বাঙালী কণ্ঠ ডেস্কঃ সাপ। শুধুমাত্র এই শব্দটিই অনেকের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে ‘মাই লাভ’ বা আমার ভালোবাসা নামের এই রংধনু সাপটি যারা একদমই সাপের নাম শুনতে পারেন না, তাদেরও মন জয় করে নিতে সক্ষম।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে রংধনু রংয়ের ওই সাপ। রেপটাইল জু নামে একটা ইনস্টাগ্রামে পেজে ‘মাই লাভ’ নামের ওই সাপটির ভিডিও শেয়ার করা হয়। ভিডিও’র ক্যাপশনে লেখা হয়েছে, মাই লাভের বর্ণিলতা কখনো মলিন হয় না।

ওই ভিডিওতে দেখা গেছে, একজন নারী, যিনি সম্ভবত চিড়িয়াখানার কর্মী, বিশাল ওই সাপকে তার ঘাড়ে ঝুলিয়ে রেখে ক্যামেরার দিকে হাসিমুখে তাকিয়ে আছেন। সাপটির রংধুন রংয়ের চামড়া ঝলমল করছে।

প্রথম দেখায় সাপটিকে নীল রঙের মনে হয়। তবে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় দিনের আলোতে সাপটির চামড়া থেকে রংধনুর রং ছড়ায়।

ফারানসিয়া এরিট্রোগ্রামা গোত্রে এই সাপটি রংধনু সাপ নামেই বেশি পরিচিত। আকারে বিশাল,নির্বিষ এই সাপ পানিতে থাকে।এই প্রজাতির সাপ সাধারণত যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলে দেখা যায়।