ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

২০ মণ চালের খিচুড়ি নিয়ে আ. লীগের সমাবেশে জাহাঙ্গীর

ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ যোগ দিতে যাওয়া ১০ হাজার কর্মী-সমর্থককে ২০ মণ চালের খিচুড়ি রান্না করে খাইয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। একই সঙ্গে নেতাকর্মীদের যাতায়াতের জন্য দুই শতাধিক বাসের ব্যবস্থা করেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই নেতা।

গাজীপুর মহানগরীর ৯টি সাংগঠনিক থানার ৫৭টি ওয়ার্ড থেকে গাড়িগুলো দুপুরে ঢাকা আওয়ামী লীগের শান্তি সমাবেশের উদ্দেশে ছেড়ে যায়।

বিশাল এ আয়োজন সফল করতে মঙ্গলবার রাত থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। ছয়টি গরুর গোশতের সঙ্গে ২০ মণ চালের খিচুড়ি রান্না করতে মঙ্গলবার রাত থেকেই জাহাঙ্গীর আলমের বাসায় সাতজন বাবুর্চি ও ১৫ জন সহকারী কাজ শুরু করেন। বুধবার সকালে ১০ হাজার খিচুরি বক্স ও ২০ হাজার পানির বোতল পানি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন জাহাঙ্গীর আলম।

ঢাকা যাওয়ার আগে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা গাজীপুর হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার শান্তি সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছি। ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডেকেছে। আমরা ঢাকার পাশে গাজীপুরের মানুষ, আমরাও চাই শান্তিতে অবস্থান করতে। আমরা প্রধানমন্ত্রীর ডাকে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’

গত মঙ্গলবার রাতে তিনি বলেছিলেন, ‘দলের শীর্ষ পর্যায় থেকে আমাকে শান্তি সমাবেশে যোগ দিতে বলা হয়েছে, তবে কোনো নেতা বলেছেন এর উত্তর দেননি তিনি।’

২০২১ সালের নভেম্বরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য সংবলিত অডিও ক্লিপ ভাইরাল হলে তাকে গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। একই তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে দল তাকে ক্ষমা করলে তিনি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চান না। মনোনয়ন না পেয়ে তিনি তার মাকে প্রার্থী করেন। এ সময় আবার আজীবনের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে তার মা বিজয়ী হলে গত ৩ জুলাই মায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হন। সেখান থেকে ফিরে তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাকে দলের জন্য কাজ করতে বলেছেন। এর পর দলীয় কর্মসূচিতে তিনি সরব হন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

২০ মণ চালের খিচুড়ি নিয়ে আ. লীগের সমাবেশে জাহাঙ্গীর

আপডেট টাইম : ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩

ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ যোগ দিতে যাওয়া ১০ হাজার কর্মী-সমর্থককে ২০ মণ চালের খিচুড়ি রান্না করে খাইয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। একই সঙ্গে নেতাকর্মীদের যাতায়াতের জন্য দুই শতাধিক বাসের ব্যবস্থা করেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই নেতা।

গাজীপুর মহানগরীর ৯টি সাংগঠনিক থানার ৫৭টি ওয়ার্ড থেকে গাড়িগুলো দুপুরে ঢাকা আওয়ামী লীগের শান্তি সমাবেশের উদ্দেশে ছেড়ে যায়।

বিশাল এ আয়োজন সফল করতে মঙ্গলবার রাত থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। ছয়টি গরুর গোশতের সঙ্গে ২০ মণ চালের খিচুড়ি রান্না করতে মঙ্গলবার রাত থেকেই জাহাঙ্গীর আলমের বাসায় সাতজন বাবুর্চি ও ১৫ জন সহকারী কাজ শুরু করেন। বুধবার সকালে ১০ হাজার খিচুরি বক্স ও ২০ হাজার পানির বোতল পানি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন জাহাঙ্গীর আলম।

ঢাকা যাওয়ার আগে জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা গাজীপুর হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার শান্তি সমাবেশের উদ্দেশে রওনা দিয়েছি। ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ শান্তি সমাবেশ ডেকেছে। আমরা ঢাকার পাশে গাজীপুরের মানুষ, আমরাও চাই শান্তিতে অবস্থান করতে। আমরা প্রধানমন্ত্রীর ডাকে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’

গত মঙ্গলবার রাতে তিনি বলেছিলেন, ‘দলের শীর্ষ পর্যায় থেকে আমাকে শান্তি সমাবেশে যোগ দিতে বলা হয়েছে, তবে কোনো নেতা বলেছেন এর উত্তর দেননি তিনি।’

২০২১ সালের নভেম্বরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য সংবলিত অডিও ক্লিপ ভাইরাল হলে তাকে গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। একই তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে দল তাকে ক্ষমা করলে তিনি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চান না। মনোনয়ন না পেয়ে তিনি তার মাকে প্রার্থী করেন। এ সময় আবার আজীবনের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। নির্বাচনে তার মা বিজয়ী হলে গত ৩ জুলাই মায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হন। সেখান থেকে ফিরে তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তাকে দলের জন্য কাজ করতে বলেছেন। এর পর দলীয় কর্মসূচিতে তিনি সরব হন।