বাঙালী কণ্ঠ নিউজঃ শীতের সবজি ও মশলা হিসেবে ধনেপাতা খুবই জনপ্রিয়। এ পাতার রয়েছে অনেক ঔষধি গুণ। হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখা থেকে শুরু করে বিভিন্ন রোগ উপশমে বিশেষ ভূমিকা রাখে ধনেপাতা।
ধনেপাতা বাতের ব্যথা ও মূত্রথলির প্রদাহ রোধে সহায়ক। এটি অন্ত্রের গ্যাস সৃষ্টি থেকে মুক্ত রাখে। শরীরের জন্য ক্ষতিকর চর্বি কমায় ও উপকারী চর্বির পরিমাণ বাড়িয়ে দেয়।
ধনেপাতা আয়রনের ভালো উৎস। ধনেপাতা শরীরকে ঠাণ্ডা রাখে। অ্যালার্জি, আমবাত, ফোঁড়া ও চুলকানি হলে ধনেপাতা পেস্ট করে লাগালে ভালো কাজ দেয়।
ধনেপাতায় ভিটামিন ‘এ’, ভিটামিন ‘সি’, ফসফরাস ও ক্লোরিন থাকায় প্রাকৃতিক ব্লিচ হিসেবে এটি খুবই কার্যকর। এছাড়া রূপচর্চার উপাদান হিসেবে ধনেপাতা খুবই উপকারী। সূত্র : ওয়েবসাইট