বাঙালী কণ্ঠ নিউজঃ পর্যটকদের জন্য উন্মুক্ত আপেল বাগান রয়েছে জাপানে। এখানকার আপেল সুস্বাদু এবং রসালো। জাপানের কুরোইশি এবং আওমোরি শহর আপেলের জন্য বিখ্যাত।
কুরোইশি এবং আওমোরি শহরের এই আপেল বাগানে গেলে নিজের হাতে গাছ থেকে আপেল ছিড়তে পারবেন। আপেল বাগানের কর্মীরাই আপনাকে শিখিয়ে দিবেন কিভাবে গাছ থেকে আপেল তুলতে হয়।
আপনাকে শেখানো হবে- আপেল ধরে আঙুলের অগ্রভাগ দিয়ে আপেলের বৃন্তের গোড়ার অংশ ধরতে হয়। এ অংশ ধরে আপেলের পেছন দিক উপরের দিকে তুললে, আপেল বৃন্তের এ গোড়ার অংশ থেকে চট করে ছিড়ে চলে আসবে।
কুরোইশি শহর ছাড়াও এতো বেশি আপেল আওমোরিতে পাওয়া যায় যে, আওমোরি তা নিয়ে গর্ব করে থাকে। এই বিশেষ আপেল বাগানে প্রায় ৩০০ গাছে ২৫ ধরনের আপেল ধরে।
প্রচুর সূর্যালোকে বড় হওয়া আপেল অনেক রসালো এবং সুস্বাদু হয়। যা খেতে খুব মিষ্টি এবং কচকচে। সেখানে গেলে ভ্রমণের আনন্দের সঙ্গে যোগ হবে আপেলের স্বাদ।