ঢাকা , শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হারানো হীরার আংটি নিয়ে এল গাজর

বাঙালী কণ্ঠ নিউজঃ মাটির গভীর থেকে খামারের মালিকের জন্য একটি হীরার আংটি নিয়ে এলো গাজর! মাটি থেকে গাজর তুলতেই গৃহিনী দেখলেন তাতে একটি আংটি জড়িয়ে আছে। তবে এটি ওই মালিকের মায়েরই ১৩ বছর আগের হারিয়ে যাওয়া আংটি!

ঘটনাটি ঘটেছে কানাডায়। ২০০৪ সালে পারিবারিক খামারে এ আংটি হারিয়ে ফেলেছিলেন ম্যারি গ্রামস (৮৪)। তবে ভয়ে স্বামীর কাছে এ আংটি হারানোর কথা বলেননি তিনি। এক সময় নিজেও ভুলে যান আংটির কথা। ১৩ বছর পর গত সোমবার (১৪ আগস্ট) তার পুত্রবধূ জমি থেকে গাজর তোলার সময় দেখলেন গাজরের দেহের সঙ্গে আটকে আছে ডায়মন্ডের একটি আংটি। তখনই আংটি হারানোর রহস্য জানতে পারলেন তিনি।

গৃহিনী এ আংটিটি পাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বামীকে জানালে সে তখন বুঝতে পারে এটি তার মায়ের হারিয়ে যাওয়া আংটি।

উল্লেখ্য, গাজরের মধ্যে আংটি পাওয়ার ঘটনা এই প্রথম না, এর আগে ২০১১ সালে এক সুইডিস নারী ১৬ বছর পর তার বিয়ের ডায়মন্ডের আংটি খুঁজে পেয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

হারানো হীরার আংটি নিয়ে এল গাজর

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭

বাঙালী কণ্ঠ নিউজঃ মাটির গভীর থেকে খামারের মালিকের জন্য একটি হীরার আংটি নিয়ে এলো গাজর! মাটি থেকে গাজর তুলতেই গৃহিনী দেখলেন তাতে একটি আংটি জড়িয়ে আছে। তবে এটি ওই মালিকের মায়েরই ১৩ বছর আগের হারিয়ে যাওয়া আংটি!

ঘটনাটি ঘটেছে কানাডায়। ২০০৪ সালে পারিবারিক খামারে এ আংটি হারিয়ে ফেলেছিলেন ম্যারি গ্রামস (৮৪)। তবে ভয়ে স্বামীর কাছে এ আংটি হারানোর কথা বলেননি তিনি। এক সময় নিজেও ভুলে যান আংটির কথা। ১৩ বছর পর গত সোমবার (১৪ আগস্ট) তার পুত্রবধূ জমি থেকে গাজর তোলার সময় দেখলেন গাজরের দেহের সঙ্গে আটকে আছে ডায়মন্ডের একটি আংটি। তখনই আংটি হারানোর রহস্য জানতে পারলেন তিনি।

গৃহিনী এ আংটিটি পাওয়ার সঙ্গে সঙ্গে তার স্বামীকে জানালে সে তখন বুঝতে পারে এটি তার মায়ের হারিয়ে যাওয়া আংটি।

উল্লেখ্য, গাজরের মধ্যে আংটি পাওয়ার ঘটনা এই প্রথম না, এর আগে ২০১১ সালে এক সুইডিস নারী ১৬ বছর পর তার বিয়ের ডায়মন্ডের আংটি খুঁজে পেয়েছিলেন।