গত বছরের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। বিষয়টি অবগত রয়েছেন এমন সূত্র জানিয়েছে, হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপের মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
৫ আগস্ট দেশব্যাপী বিক্ষোভের মুখে পদত্যাগের পর ৭৭ বছর বয়সী হাসিনা ভারতে পালিয়ে যান। হিন্ডন বিমান ঘাঁটিতে আসার পর থেকে তিনি যোগাযোগহীন ছিলেন। যদিও জানা গেছে, তাকে দিল্লির একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত ২৩ ডিসেম্বর হাসিনাকে প্রত্যর্পনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি (নোট ভারবাল বা স্বাক্ষরবিহীন কূটনৈতিক চিঠি) দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, সম্প্রতি ভারতে অবস্থানের সুবিধার্থে সাবেক প্রধানমন্ত্রীর ভিসা বাড়ানো হয়েছে। ভারতে শরণার্থী এবং অ্যাসাইলামের কোনও সুনির্দিষ্ট আইন নেই উল্লেখ করে দেশটিতে হাসিনার অ্যাসাইলাম মঞ্জুরের জল্পনা উড়িয়ে দিয়েছেন সূত্রটি।
বিস্তারিত উল্লেখ না করে ভারতীয় সূত্রটি আরো জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর পদক্ষেপটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট এবং এটি করা হয় স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) মাধ্যমে।
এদিকে, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) জুলাই মাসে বিক্ষোভের সময় বলপূর্বক গুম এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর।