জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় আগামী ১ জানুয়ারি মহাসমাবেশ করবে দলটি। নতুন বছরের প্রথম দিনই শুরু হবে জাতীয় পার্টির আগামী নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহিলা পার্টির এক সভায় দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, পয়লা জানুয়ারি ঢাকায় জাতীয় পার্টির মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। দলকে আবারো ক্ষমতায় ফিরিয়ে আনতে এই মহাসমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এখন থেকেই নেতাকর্মীদের সমাবেশ সফল করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, হেনা খান পন্নি।
মহিলা পার্টির সহ-সভাপতি মাহমুদা রহমান মুন্নির পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, মনিরুল ইসলাম মিলন, সৈয়দা পারভীন তারেক, রিতু নুর, অ্যাড. সাহিদা রহমান রিংকু, আবু সাঈদ স্বপন, এম.এ রাজ্জাক খান, ডা. সেলিমা খান, মিনি খান, নাজিম চিশতী, জাহানারা মুকুল প্রমুখ।