বাঙালী কণ্ঠ ডেস্কঃ ঘাড়ের কালো ও ফাটা দাগ নিয়ে অনেকেই বেশ অস্বস্তিকর পরিস্থিতে থাকেন। অনেকেই এর কারণে লজ্জায়ও পড়ে থাকেন। সঠিক যত্নের অভাবে কিংবা ওজন বৃদ্ধির কারণে এই ধনের সমস্যা দেখা দেয়।
ঘাড় ও গলার কালো বিচ্ছিরি দাগ দূর করতে অনেকেই নানা রকম প্রসাধনী ব্যবহার করেন। যা সবসময় কাজে দেয় না। ঘাড়ের কালো ও ফাটা দাগ নির্মূলে ভরসা রাখুন ঘরোয়া কিছু পদ্ধতির উপর। যা আপনার এই সমস্যা নিমিষেই সমাধান করে দেবে। এতে আপানার ঘাড় ও গলার উজ্জ্বলতা খুব সহজেই বৃদ্ধি পাবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেই পদ্ধতিগুলো-
গোলাপজল
ঘাড় ও গলার কালো ছাপ গোলাপজল দিয়ে দূর করুন। গোলাপ জ্বল দিয়ে আপনার ঘাড় ও গলা পরিষ্কার করুন। চাইলে গোলাপজলের সঙ্গে সামান্য হলুদের গুড়া মিশিয়ে পেস্ট তৈরি করতে পারেন, পেস্টটি ঘাড়ে ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
বেকিং সোডা
পরিমাণ মতো পানি নিয়ে তাতে বেকিং সোডা দিয়ে মিশ্রণ তৈরি করুন। তারপর গলা ও ঘাড়ে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
কমলার রস
কমলার রস আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। তাই কমলার রস ব্যবহার করতে পারেন আপনার গলা ও ঘাড়ের কালো দাগ দূর করতে।