বাঙালী কণ্ঠ ডেস্কঃ বাজারেও রয়েছে করোনাভাইরাস সংক্রমণের ভয়। এ সময় সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সংক্রণের ঝুঁকি এড়াতে আমরা মাস্ক পরছি, স্যানিটাইজার কিংবা গ্লাভস ব্যবহার করছি। তবে বাজার থেকে ঘরে ফেরার পর মানতে হবে কিছু নিয়ম।
কী করবেন-
১. বাজার করার সময় শরীরে অসংখ্য ব্যাক্টেরিয়া ও জীবাণুর সংস্পর্শ হতে পারে। ঘরে প্রবেশের আগে হাতে ও ব্যাগে স্যানিটাইজার ব্যবহার করুন।
২. শপিংব্যাগ, চাবি, পার্স ও মোবাইল জীবাণুমুক্ত করে মেঝেতে রাখুন।
৩. ঘরে পোশাক পরিবর্তন করে হালকা গরম পানিতে গোসল করুন। জুতা কয়েক ঘণ্টা বাইরে রেখে দিন। জুতায় জীবাণুণাশক স্প্রে করুন।
৪. কাপড়ের মাস্ক ব্যবহার করুন। কেনাকাটা সেরে ঘরে ফিরে দ্রুত মাস্ক ধুয়ে ফেলুন।
৫. ঘরে ফিরে কোনো কিছু স্পর্শ করার আগে ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করুন।
৬. বাজার থেকে কেনা পণ্য থেকে ব্যাক্টেরিয়া ছড়াতে পারে। এ কারণে ব্যাগ থেকে জিনিসগুলো বের করে যথাস্থানে রাখার পর আবারও সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করুন।