বাঙালী কণ্ঠ ডেস্কঃ গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপাদনের উপর ভরসা রাখতে পারেন। ত্বকের নানা সমস্যার সমাধান দেবে এই উপাদানগুলো। ত্বকের তারুণ্য ধরে রাখতে কমলালেবু বেশ কার্যকর। এর মধ্যে অতিরিক্ত তেল শুষে নেওয়ার ক্ষমতা রয়েছে।
কমলালেবু দিয়ে তৈরি তিনটি ফেস প্যাকে নিতে পারেন ত্বকের যত্ন।
কমলালেবু-নিমের ফেস প্যাক: ৩ টেবিল চামচ কমলালেবুর রস, ২ টেবিল চামচ দুধ, ৩ টেবিল-চামচ নিমপাতা বাটা।
একটি পাত্র নিয়ে তার মধ্যে নিমপাতা বাটা ও দুধ ভালো ভাবে মিশিয়ে নিন। এবার তার মধ্যে কমলালেবুর রস মেশান। মিশ্রণটি ঘন থকথকে হলে মুখে মেখে ২০ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।
কমলালেবু-বেসনের ফেসপ্যাক: ২ টেবিল চামচ বেসন, ৩ টেবিল চামচ গোলাপজল, ৩ টেবিল চামচ কমলা লেবুর রস।
কমলালেবুর রসের সঙ্গে বেসনের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন। এরপরে তার মধ্যে পরিমাণমতো গোলাপজল মেশান। মুখে মেখে ২০ মিনিট রাখার পরে দেখবেন পুরো মিশ্রণটি শুকিয়ে গেছে। তখন হালকা হাতে ঠান্ডা পানিতে ধুয়ে নিন বা নরম কাপড় ভিজিয়ে মুছে ফেলতে পারেন। এক সপ্তাহে ৩বার এই প্যাক ব্যবহার করুন।
কমলা লেবু-ওটমিল ফেসপ্যাক: ১ টেবিল চামচ ওটমিল, ২ টেবিল চামচ কমলালেবুর রস।
একটি পাত্রে দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে মুখে মাখুন। ১০-১২ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।