বাঙালী কণ্ঠ নিউজঃ অ্যালোভেরাকে বলা হয় জাদুকরি উদ্ভিদ । রোদে পোড়া ত্বকের সমস্যা সমাধান থেকে শুরু করে খুশকি দূর করাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানে অ্যালোভেরা উপকারী। অ্যালোভেরার এমনই কিছু গুণের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
১. অ্যালোভেরার মধ্যে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এর মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল ও ঔষধি গুণ। এর মধ্যেকার বিশেষ উপাদান পলিফেনল যা বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধে সাহায্য করে।
২. রোদে পোড়া ভাব, বর্ণের সমস্যা কমাতে অ্যালোভেরা দ্রুত কাজ করে। এ ধরনের সমস্যায় অ্যালোভেরা জেল কার্যকর ভূমিকা পালন করে।
৩. অ্যালোভেরা বলিরেখা কমায়। অ্যালোভেরার মধ্যে রয়েছে তারুণ্য ধরে রাখার উপাদান। ৩০ দিন টানা অ্যালোভেরা জেল মাখা মুখ নরম করে এবং কোলাজেন বাড়ায়।
৪. এটি খুশকি ও স্ক্যাল্পের প্রদাহ কমাতে কাজ করে। অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল। এটি স্ক্যাল্পকে আর্দ্র করে, প্রদাহ ও খুশকি কমায়।